ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) পাঁচদিন আগে কাঁথির ভূপতিনগরে বিজেপি নেতাদের বাড়িতে চড়াও হয়ে মারধর। বিজেপি নেতাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন অর্জুননগরের বিজেপি বুথ সভাপতি অবনী দে-সহ ৩ নেতা। এর মধ্যে বুথ সভাপতির আঘাত গুরুতর,তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুই বিজেপি নেতা তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন।বিজেপির অভিযোগ, ভোটের আগে ভয় দেখাতে হামলা চালাচ্ছে তৃণমূল। হামলা-যোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ি করেছে তৃণমূল (TMC)।


উল্লেখ্য, আগামী ২৫ তারিখ কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচন। এদিকে কাঁথি লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত‌ই এগিয়ে আসছে, ততই শাসক দল তৃণমূল এলাকা দখল করতে মরিয়া হয়ে উঠেছে বলে চাপানউতোর রাজনৈতিক মহলে। অভিযোগ, রাতের অন্ধকারে ভূপতিনগর থানার অন্তর্গত  অর্জুনগর গ্রাম পঞ্চায়েতে এলাকার ২০৫ নং বুথের অর্জুনগরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, বিজেপির বুথ সভাপতি অবনী দে-র বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর ও লুটপাট চালায়। আহত হয়েছেন অর্জুননগরের বিজেপি বুথ সভাপতি অবনী দে-সহ ৩ নেতা। অবনী দে-কে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। আরও দুই বিজেপি নেতা শুভঙ্কর দাস, অনিল মাইতি, সহ আরও বেশ কিছু বিজেপি নেতার বাড়িতে গিয়েও হামলার অভিযোগ উঠেছে। গোটা ঘটনা উত্তেজনা ছড়িয়েছে।


মূলত মেদিনীপুর, কাঁথি, তমলুকে ভোট হওয়ার আগে একের পর এক অশান্তির খবর সামনে আসছে। এদিন মেদিনীপুরে অগ্নিমিত্রা-মিঠুনের রোড শোয়েও উত্তেজনা ছড়িয়েছে। মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে আজ জোড়া প্রচার কর্মসূচি  মিঠুন চক্রবর্তীর। প্রথমে মেদিনীপুর শহরে রোড শো, এরপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা করবেন মিঠুন। মেদিনীপুর শহরে মিঠুনের রোড শো ঘিরে উত্তেজনা। মিছিলে ইট, প্লাস্টিকের জলের বোতল ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


আরও পড়ুন, বাম প্রার্থী সৃজনের ভোটের প্রচারে 'বাধা', গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি..


ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা অভিযোগ মুর্শিদাবাদে। কোথাও সিপিএম কর্মীকে মারধর অভিযোগ উঠল, কোথাও ছররা গুলিতে আহত হলেন ৩ শিশু সহ ৫ জন। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে কংগ্রেস-সিপিএম। অভিয়োগ অস্বীকার করেছে তৃণমূল। কোথাও ভোটারদের বাধা, কোথাও সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই মঙ্গলবার ভোট সম্পন্ন হয় মুর্শিদাবাদে। কিন্তু ভোট মিটতেই ফের অশান্তি। কোথাও চলল ছররা গুলি। কোথাও মহিলা সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। উভয় ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।