আবির দত্ত, শীতলকুচি: কোচবিহারে বুথ দখল করে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। বুথে (Lok Sabha Election 2024) যেতেই এবার তৃণমূলের বিক্ষোভের মুখে শীতলকুচির (Sitalkuchi) বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে তৃণমূলের চোর চোর স্লোগান। পাল্টা স্লোগান বিজেপির। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধাক্কাধাক্কি। তৃণমূলের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ বিজেপি বিধায়কের। 


শীতলকুচির ওই বুথ দখল করে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ। 


বিজেপি বিধায়ককে আটকে উন্নয়নের প্রশ্ন তৃণমূলের। কার জন্য কী করেছে সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাল্টা জবাব দেন বিজেপি বিধায়কও।   


শিলিগুড়িতেও ঝামেলা:
শিলিগুড়ির বাণেশ্বর মোড় বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। প্রতিবাদে বুথের সামনে বসে পড়লেন বিজেপি বিধায়ক। বিজেপি সমর্থকদের সাথে তৃণমূলের স্লোগান যুদ্ধ। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গোটা এলাকায়। বুথ জ্যামের প্রতিবাদ করায় তৃণমূলের হাতে হেনস্থার শিকার শিখা চট্টোপাধ্যায়। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে 'হেনস্থা' করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। বিজেপি বিধায়ককে ধরতে গাড়ি ধাওয়া করল পুলিশ। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ককে গ্রেফতারির চেষ্টা করাতেই পুলিশ-বিজেপি হাতাহাতি হয়।  বিজেপি বিধায়ককে পুলিশের বাধা ঘিরে তুলকালাম। বুথের ৩৩ মিটারের মধ্যে বিজেপি বিধায়ক, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশে।
বিধায়ককে আটকের চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। শিখা চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে পুলিশ। তারপর পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়।                                      


বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক
বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট বলে অভিযোগ। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। খবর পেয়েই শিলিগুড়ির বাণেশ্বর মোড়ের বুথে জলপাইগুড়ির পুলিশ পর্যবেক্ষক। পরিচয়পত্র দেখাতে না পারায় ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল একজনকে। প্রিসাইডিং অফিসারকে ভর্ৎসনা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও প্রশ্ন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভোটের আগে ছবি পোস্ট হতেই ভাইরাল! কে ইনি?