নয়াদিল্লি :  ১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ (Lok Sabha 2024 elections )। আজ , ১৬ মার্চ, শনিবার, বেজে গেল ২০২৪ এর যুদ্ধের দামামা। হয়ে গেল ১৮ তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা (LS elections 2024 date ) । দিল্লি দখলের লড়াইয়ের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এবার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল। নির্বাচন হবে ৭ দফায়। ২০১৪ সালে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ৫ মার্চ। ২০১৯-এ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়  ১০ মার্চ। ২০২৪-এ নির্বাচনী নির্ঘণ্ট ( Election 2024 )ঘোষণা হল  ১৬ মার্চ। নির্বাচন কমিশন জানাল, বাংলাতেও ৭ দফায় হবে লোকসভা ভোট । বাংলা-সহ উত্তরপ্রদেশ, বিহারে ৭ দফাতেই হবে ভোট ।  

এক নজরে ভোটের নির্ঘণ্ট 


৭ দফায় হবে সারা দেশে লোকসভা ভোট। শুরু হবে ১৯ এপ্রিল। ৪ জুন লোকসভা ভোটের গণনা।


১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা ভোট, প্রথম দফায় উত্তরবঙ্গে ৪ কেন্দ্রে ভোট , ১৯ এপ্রিল বাংলায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট অনুষ্ঠিত হবে। 
২৬ এপ্রিল: দ্বিতীয় দফায় লোকসভা ভোটে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট অনুষ্ঠিত হবে। 
৭ মে: তৃতীয় দফায় লোকসভা ভোটে বাংলায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুরে ভোট অনুষ্ঠিত হবে। 
১৩ মে: চতুর্থ দফায় লোকসভা ভোট হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূমে ।
২০ মে: পঞ্চম দফায় লোকসভা ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, হাওড়া. উলুবেড়িয়া, হুগলিতে। 
২৫ মে: ষষ্ঠ দফায় লোকসভা ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুকে। 
১ জুন: সপ্তম দফায় লোকসভা ভোটে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ,  দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুরে ভোটগ্রহণ হবে। 



ভোটের নির্ঘন্ট


কোন রাজ্যে কবে ভোট দেখে নিন 

 
সূত্র: Election Commission of India





কমিশনের তরফে জানানো হয়, ২ বছর ধরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ। তার মধ্যে ১৮ থেকে ৩০ বছরের ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি। অর্থাৎ এবার যুবশক্তির ভোটের উপর অনেকটাই নির্ভর করছে দেশের আগামী। ভোট হিংসা রুখতেও এবার তৎপর প্রশাসন। তাই প্রতিটি জায়গায় যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বললেন কমিশনার। পেশিশক্তি রুখতে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতি জেলায় খোলা থাকবে কন্ট্রোল রুম।  




লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি কেন্দ্রে উপনির্বাচন হবে। বাংলা, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে বিধানসভা উপনির্বাচন। ভোটের তৃতীয় দফায় ভগবানগোলা, সপ্তম দফায় বরানগরে উপনির্বাচন হবে। 


নতুন সরকার শপথ নিতে পারে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮৮ লক্ষ। এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮৫ লক্ষ। ৮০ বছরের বেশি ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮৬ লক্ষ। এবারের ভোটে ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা ভোটার । ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লক্ষ, এঁদের ভোট নিতে যাওয়া হতে পারে বাড়ি থেকেই। এছাড়া বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কমিশন। বিশেষভাবে সক্ষম, ৮২ ঊর্ধ্বদের ঘর থেকেই ভোটদানের সুবিধে দেওয়ার কথা ভেবেছে কমিশন। ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে এবারের ভোটে। বুথে বুথে থাকবে জলের ব্যবস্থা, হুইল চেয়ার । প্রত্যেক বুথে থাকছে ভোটারদের জন্য হেল্প ডেস্ক ও শৌচালয়।