অর্ণব মুখোপাধ্য়ায় ও কৃষ্ণেন্দু অধিকারী: এর আগে কুণালের ঘোষের (Kunal Ghosh) নিশানায় এসেছিলেন দেব (Dev)। মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে তাঁর মন্তব্য়ের একটি অংশ নিয়ে দেবকে আক্রমণ করেছিলেন কুণাল। সেই টানাপড়েন থামার নাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে মিঠুন চক্রবর্তীকে (Lok Sabha Election 2024) গদ্দার বলে আক্রমণ করেছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব যে মন্তব্য করেছিলেন তা নিয়েই আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ।  


এদিন দেব জানালেন, তাঁর কাছে গদ্দার শব্দের অর্থ কী? দেব বলেন, 'আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ করা বা দলবিরোধী মন্তব্য করা। সেটা হচ্ছে গদ্দার।' পাল্টা কুণাল ঘোষের জবাব, দলের পদে বসে, দলের সাংসদ থেকে, দলের প্রার্থী হয়ে, তো এগুলোও তো একধরনের গদ্দারি। 


বিতর্কের কেন্দ্রে একটি শব্দবন্ধ! 'গদ্দার'। সম্প্রতি, এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে, মিঠুন চক্রবর্তীর প্রশংসার পাশাপাশি, দেব বুঝিয়ে দিয়েছিলেন, তিনি মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে আক্রমণের বিরুদ্ধে। মিঠুন চক্রবর্তীকে পিতৃতুল্য বলেও জানান তিনি।


এরপর থেকেই দেবকে কুণাল ঘোষের আক্রমণ নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা নিয়ে বিতর্ক থামার নাম নেই। রাজ্য সাধারণ সম্পাদকের পদ খোয়ানোর পর বৃহস্পতিবার ফের দেবের নাম করে কটাক্ষ ছুড়ে দেন কুণাল ঘোষ। তাঁর তোপ ছিল, 'দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভাল। মমতাদি বলছেন মিঠুনদা গদ্দার। দেব বলছে, গদ্দার শব্দ আমি সমর্থন করি না। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আমার নামে প্রেস রিলিজ যায়।'


শুক্রবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, 'আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ করা বা দলবিরোধী মন্তব্য করা। সেটা হচ্ছে গদ্দার। গদ্দারের মানেটা হচ্ছে দলের মধ্যে থেকে, দলের পদে থেকে দলের একদিকে নাম দিচ্ছে, আরেকদিকে দলকেই খারাপ বলছে। দলের লোককে খারাপ বলছে। সেইটা আমার কাছে গদ্দার।' এর সঙ্গেই তাঁর সংযোজন, 'এর মধ্য়ে পরিষ্কার কে গদ্দার, কে গদ্দার নয়।'


এরপরেই মুখ খোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'একদম ঠিক। আমি দেবকে সমর্থন করছি। দেব একদম সঠিক কথা বলেছে। যে মাননীয় মুখ্য়মন্ত্রী যখন মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলেছেন, তখন দলের মধ্য়ে থেকে যদি কেউ বলেন যে গদ্দার শব্দটাই সমর্থন করি না। দলের পদে বসে, দলের সাংসদ থেকে, দলের প্রার্থী হয়ে, তো এগুলোও তো একধরনের গদ্দারি। এ তো মমতাদিকে কন্ট্রাডিক্ট করা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ঘড়ি মেপে সময় খরচ, রুটিন মেনে পড়াশোনা ! চাকরি করেই UPSC-তে সফল বাংলার দিয়া