করুণাময় সিংহ, মালদা : অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম মালদার হবিবপুর ব্লকের (Malda Habibpur Block) বুলবুলচণ্ডী এলাকা। বিজেপি ও তৃণমূল (BJP and TMC) একে অপরের বিরুদ্ধে তুলল অভিযোগ। বিজেপির ফ্ল্যাগ ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, তাদের ফ্ল্যাগ ও ফেস্টুন খুলে ফেলেছে বিজেপি। আর এই নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


কী অভিযোগ বিজেপির ?


বিজেপির অভিযোগ, দলীয় পতাকা ও ফেস্টুন, পোস্টার লাগানো হয়েছিল বুলবুলচণ্ডী বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত। সকালে দেখা যায়, সেসব ছিঁড়ে নষ্ট করে মাটিতে ফেলা রয়েছে। স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা লক্ষ্য করেন, তাঁদের দলের পতাকা, ফেস্টুনের বেশির ভাগই উধাও হয়ে গেছে। কিছু পতাকা, ফেস্টুন ছেঁড়া অবস্থায় যত্রতত্র পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে বিজেপির পক্ষ থেকে হবিবপুর ব্লক দফতরে লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনার তদন্ত দাবি করা হয়। তাদের অভিযোগ, এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে।


কী অভিযোগ তৃণমূলের ?


এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব লক্ষ্য করেন, বুলবুলচণ্ডী নতুন বাসস্ট্যান্ড থেকে বুলবুলচণ্ডী শালগমভিটা পর্যন্ত তৃণমূলের ঝান্ডা, ফ্লেক্স কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। ঘটনায় পাল্টা তৃণমূল কংগ্রেস হবিবপুর বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছে। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


মালদা উত্তরের বিজেপ প্রার্থী খগেন মুর্মু বলেন, তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। ওরা এখন পাগল হয়ে গেছে। পাগলা কুকুর যেমন এদিক-ওদিক দৌড়ে বেড়ায়, তারাও এখন দৌড়ে বেড়াচ্ছে। এতদিন ধরে আমাদের কার্যকর্তাদের খুন করেছে। কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এই সমস্ত করে মানুষ তাদের বিরোধী হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানুষের কাছে চোর বলে পরিচিত হয়েছে। আমাদের পতাকা ওরা খুলে দিয়েছে, চুরি করে নিয়ে গেছে। এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা রয়েছে। রাজ্যজুড়ে এসব চলছে। তাই ওরা আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।  


পাল্টা দলীয় ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন ; মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে 'চোর, বেইমান, ভেলকিবাজ' বলে আক্রমণ TMC বিধায়কের !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।