রুমা পাল, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বেলাগাম আক্রমণের অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) শোকজ করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনী বিধিভঙ্গে কেন উপযুক্ত ব্যবস্থা নয়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাব তলব নির্বাচন কমিশনের। ২০ মে বিকেল ৫টার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীর জবাব তলব নির্বাচন কমিশনের।
কী বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে?
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজ করে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, 'নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে ধরে নেওয়া হবে যে আপনার কিছু বলার নেই। তখন নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা বা সিদ্ধান্ত জানাবে', জানাল নির্বাচন কমিশন।
তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।
কী বলেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
বিজেপি প্রার্থী বলেন, '২ হাজার টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও?' এই মন্তব্যের প্রতিবাদে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, এ নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী বলেন, 'মোদি বাবু তোমার টাকার দাম কত? হোম বাবু (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) তোমার টাকার দাম কত? অর্থমন্ত্রী, তোমার টাকার দাম কত? আর মানুষের জীবনের দাম কত? একবার ভেবে দেখেছ?'
আরও পড়ুন, 'BJP নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়', আদালতে বড় স্বস্তি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে