ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের হিংসার আগুন ? ভয়াবহ অভিযোগ বীরভূমের লাভপুরে। বিজেপি (BJP) করার অপরাধে শাসকদলের (TMC) লোকজনে তাঁর দোকান ঘরে আগুন ধরিয়েছে। অভিযোগ করলেন বিজেপির লাভপুর ২নং মণ্ডল সভাপতি আশীষ মণ্ডল (Asis Mandal)।তাঁর অভিযোগ, লাভপুরের আবাদ গ্রামের বাসস্ট্যান্ডে তার মুরগী ও গ্যাস সিলিন্ডারের সরঞ্জাম বিক্রির দোকান ছিল। বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতকারীরা সেখানে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ৪০হাজার টাকার সামগ্রী পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।


আশীষ মণ্ডলের অভিযোগ, এর আগেও বিজেপি করার জন্য একাধিক কেস দেওয়া হয়েছে। আর দোকানে চুরিও করা হয়েছে। ভোটের মুখে বিজেপি কর্মীদের ভয় দেখানোর জন্যই, তার দোকান ঘরে আগুন লাগানো হয়েছে। এদিকে দলীয়  নেতার দোকান ঘরে আগুন লাগানোর খবর পেয়ে, লাভপুর থানায় যান বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী  পিয়া সাহা। তিনি দলীয় মন্ডল সভাপতি আশীষ মণ্ডলকে নিয়ে লাভপুর থানার লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেন।


প্রসঙ্গত, লিখিত অভিযোগ দায়ের করলেও সেখানে তৃণমূল এই আগুন লাগানোর সঙ্গে যুক্ত সেই কথা উল্লেখ করা হয়নি। পিয়া সাহা জানান, তৃণমূলের গুণ্ডাবাহিনী এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশে অভিযোগ করা হয়েছে। দোকান ঘরের আগুন লাগার সম্পর্কে, লাভপুর ব্লক তৃণমূল কঅ সভাপতি তরুণ চক্রবর্তী জানান, আগুন লাগার ঘটনায়। ভোটের আগে হাওয়া গরম করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে বলে তিনি জানান।


আরও পড়ুন, সিনেমায় নামা উচিত, আত্মপ্রচার করতে ভালবাসেন প্রধানমন্ত্রী : মমতা


বিস্তারিত আসছে...