শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় রাতে বিজেপির বুথ অফিসে আগুন। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার তৃণমূলের। 


ভোট শুরু আগেই হিংসার আগুনের অভিযোগ শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায়। আগুনে ভস্মীভূত বিজেপির বুথ অফিস। কিন্তু কীভাবে এই আগুন লাগল ?  বিজেপির স্পষ্ট অভিযোগ, এই আগুন লাগিয়েছে শাসকদল। পাশাপাশি লোকসভা ভোটের আগের রাতেও অশান্ত কোচবিহার। হাঁসুয়া নিয়ে তৃণমূলকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।


 বৃহস্পতিবার দলের বুথ সভাপতির বাড়িতে যাওয়ার সময় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালানো হয়। হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন এক তৃণমূলকর্মী। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও, তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, তৃণমূল নিজেদের মধ্য়ে গন্ডগোল করে অশান্তি পাকানোর চেষ্টা করছে।


মাথাভাঙাতেও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টাকা ও মোবাইল ছিনতাইয়েরও অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।অন্যদিকে, আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত তুফানগঞ্জে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাজ্য সড়ক করে বিক্ষোভ দেখায় বিজেপি। 


কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। কোচবিহারের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের ফল অনুযায়ী ৬টি আসনে এগিয়ে বিজেপি ও ১টি আসনে এগিয়ে তৃণমূল। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী। 


জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯১। জলপাইগুড়িতে ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী আগের বারের সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২৩ সালের উপনির্বাচনের পর তৃণমূল এগিয়ে ৫টি আসনে, বিজেপি এগিয়ে ২টি আসনে।  


আরও পড়ুন, অবাধ-শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।