পার্থপ্রতিম ঘোষ, কেশপুর : সকালে থেকেই ভোটের ময়দানে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্য়ায়। কেশপুরে ভোটপর্বের শুরুর দিকেই একবার বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। ফের একবার সেই কেশপুরেই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন। পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। সেই অবস্থায় নিজের গাড়িতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। হিরণ বলেন, 'কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' Lok Sabha Election 2024


কী ঘটনা ?


কেশপুরের মুগবসান এলাকায় হিরণ চট্টোপাধ্যায়কে 'চোর চোর' স্লোগান ওঠে। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ির সামনেই প্রায় ৫০০ তৃণমূল কর্মীর জটলা তৈরি হয়। বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন। গাছের গুঁড়ি ফেলে আটকানো হয় রাস্তা। খড় ফেলে আগুন জ্বালিয়ে দেন তৃণমূল কর্মীরা। ১০০ দিনের টাকা চাই বলে দাবি জানান উত্তেজিত জনতা। পরিস্থিতির সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। CRPF-এর DIG-র সামনেই চলে তাণ্ডব। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যান হিরণ।


তার আগে ঘাটালের বিজেপি প্রার্থী বলেন, 'দেখে নিন বাংলাকে। পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুরো কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' এদিকে বিক্ষোভকারী বলতে থাকেন, 'আগে ১০০ দিনের কাজের টাকা পাঠান, তারপরে এখানে আসুন। এতদিন কোথায় ছিলেন ? উনি তো জানেন আমি গেলে পয়সা চাইবে। ভোট পুরো শান্তিপূর্ণ চলছে। হিরণ এলে অশান্তি হবে।'


এদিন ভোট শুরুর প্রথম দিকেই ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়িতে পড়ে ঢিল। বাঁশ-লাঠি, ইট নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি আটকে দেন তৃণমূল কর্মীরা। গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। তৃণমূলের অভিযোগ, বুথ দখল করতে গতকাল রাতে খেড়ুয়াবালি গ্রামে ৩ জনের হাত ভেঙে দেয় বিজেপির গুন্ডবাহিনী। বুথে পোলিং এজেন্টই বসাতে পারিনি, সন্ত্রাসের অভিযোগ মিথ্যা, পাল্টা দাবি করেন হিরণও।


এদিকে কেশপুরের আনন্দপুরে আটকে দেওয়া হয় হিরণ চট্টোপাধ্যায়ের কনভয়। এত গাড়ি নিয়ে ঘোরা যাবে না, ঘাটালের বিজেপি প্রার্থীকে জানিয়ে দেয় পুলিশ। আনন্দপুর থানার OC-র সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হিরণ। আঙুল তুলে কথা বলবেন না, পুলিশ অফিসারকে বলেন বিজেপি প্রার্থী। আপনিও আমাকে চমকাবেন না বলে পাল্টা জবাব দেন আনন্দপুর থানার OC। 


একের পর এক জায়গায় বিক্ষোভের মুখে পড়া হিরণের বক্তব্য, 'পুলিশ-কেন্দ্রীয় বাহিনী-তৃণমূল কংগ্রেসের সেটিং, একসঙ্গে নেমেছে আমাকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে আমাকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ এটা মোদিজির ভোট।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।