সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, সোমনাথ মিত্র, হুগলি: হুগলির পাণ্ডুয়ায় মহিলার রহস্যমৃত্যু (Lady Death Mystery)। চাষের জমি থেকে উদ্ধার দেহ। খুনের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Hooghly BJP Candidate Locket Chatterjee)। বাজ পড়ে মৃত্যু হয়েছে বলে চালাতে চাইছে পুলিশ, অভিযোগ লকেটের।


পাণ্ডুয়া থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে মৃত্যু নিয়ে রাজনীতি করছেন লকেট, দাবি তৃণমূলের। আজ সকালে পাণ্ডুয়ার সিমলাগড়ে চাষের জমিতে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশে পড়েছিল ব্যাগ। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে বাজ পড়ে মৃত্যু হয়েছে মহিলার। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। 


বিস্ফোরণে এক কিশোর মৃত্য়ুর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে হুগলির পাণ্ডুয়ার সিমলাগড়ে চাষের জমি থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মহিলার দেহ উদ্ধার করে পাণ্ডয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, হাসপাতাল থেকে জানানো হয়েছে, বাজ পড়ে মৃত্য়ু হয়েছে মহিলার। যদিও পুলিশের এই দাবি উড়িয়ে দিয়েছেন, জেলার মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক। হুগলি মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর বলেছেন, যিনি ডাক্তার বাবু আমি যার খোঁজ পেলাম, তিনি কিন্তু ওখানে সেরকম কিছু উল্লেখ করেনি। যে কী কারণে মৃত্য়ু। কী কারণে মৃত্য়ু সেটা তো এখানে ময়নাতদন্ত করলেই বোঝা যাবে।
  
তাহলে ঠিক কীভাবে মৃত্যু হল মহিলার? হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনাকে ধামা চাপা দিতে, বাজ পড়ার তত্ত্ব খাড়া করছে পুলিশ। এই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্টও করেন লকেট।লকেট চট্টোপাধ্য়ায় বলেছেন, 'থানায় গেছি বলল লাইটনিং ডাক্তারকে দিয়ে লিখিয়েছে।  এখানে এসে আমরা দেখলাম রক্ত চাপ চাপ পড়ে আছে, পানের পিচ পড়ে আছে ,সবকিছু পড়ে আছে। পুলিশ এখন দেখছে, ঘিরেও পর্যন্ত রাখেনি, মানে বডিটা কী করে সরিয়ে দেওয়া যায় এটাও ওদের মূল লক্ষ্য় ছিল। এখানে খুন হয়েছে। ধর্ষণ করে খুন হয়েছে।'


আরও পড়ুন, চাকরি বাতিলের শুনানিতে মিথ্যেবাদী মমতার উকিলরা একটা উত্তরও দিতে পারেনি : অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়


হুগলি (গ্রামীণ) পুলিশ জেলার তরফে জানানো হয়, প্রাথমিকভাবে জানা গেছে বাজ পড়েই মৃত্য়ু। ময়নাতদন্ত হওয়ার পর আসল কারণ জানা যাবে।লকেট চট্টোপাধ্য়ায় বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ CMOHকে জানায়নি, হাসপাতাল কর্তৃপক্ষ যে মেল এসেছে। যে বজ্রাঘাতে মৃত্য়ু হয়েছে। সবার আগে ময়নাতদন্তে তিনি লিখে দিচ্ছেন বজ্রাঘাতে মৃত্য়ু। তারপর ময়নাতদন্তে আসছে। CMOH বলছে আমাদের কাছে তথ্য় নেই। মানে স্বাস্থ্য়ের একটা বিরাট দুর্নীতি এখানে আছে ।আমরা FIR করব এবং নির্বাচন কমিশনকে জানাব।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।