সুনীত হালদার, হাওড়া: বিজেপির হয়ে প্রচারে আসা সন্দেশখালির (Sandeshkhali BJP Worker) মহিলাদের উলুবেড়িয়ায় আটকে রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। উলুবেড়িয়া থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। রাতে সন্দেশখালির ১১ জনকে থানায় আনে পুলিশ। সকালে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে PR বন্ডে ছেড়ে লঞ্চে তুলে দেওয়া হল সন্দেশখালির বাসিন্দাদের। পুলিশ সূত্রে দাবি, কাউকে আটক (Detain) করা হয়নি, উদ্ধার (Rescue) করা হয়েছিল। সবাইকে বিজেপির আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়েছে। 


লোকসভা ভোটের মাঝে সন্দেশখালি নিয়ে তৃণমূলের পোস্ট করা একটি ভিডিও ঘিরে এখন সরগরম বঙ্গ রাজনীতি। এরইমধ্য়ে, উলুবেড়িয়ায় বিজেপির হয়ে ভোট প্রচারে যাওয়া সন্দেশখালির বাসিন্দাদের আটক করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও করে বিজেপি। যদিও পুলিশের দাবি, আটক নয়, গন্ডগোলের আশঙ্কার উদ্ধার করা হয়েছে। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,' সন্দেশখালি দেখলেন তো? কীভাবে চক্রান্ত করে মা-বোনেদের অপমান করল। কয়েক হাজার টাকার বিনিময়ে মা-বোনেদের অসম্মান করল।' সন্দেশখালিকাণ্ডে তৃণমূলের পোস্ট করা ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে আক্রমণ-প্রতি আক্রমণের ঝড় চলছেই। এরইমধ্যে এদিন সন্দেশখালির মহিলাদের দিয়ে ভোটের প্রচার করানোকে ঘিরে উত্তেজনা তৈরি হল হাওড়ার উলুবেড়িয়ায়।   সন্দেশখালির বাসিন্দা বলেন, প্রচার তো করতেই দিল না। মনের দুঃখের কথাগুলো তো বলতেই দিল না।' বিজেপির হয়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রচারে গেছিলেন সন্দেশখালির বেশ কয়েকজন বাসিন্দা। তাঁদের স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ, সেখান থেকে সোমবার রাতে তাঁদের ধরে নিয়ে যায় পুলিশ। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় থানায়। এর প্রতিবাদে মঙ্গলবার উলুবেড়িয়া থানার ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। 


  বিজেপি কর্মী বলেন, এঁকে মেরেছে লাঠি দিয়ে মহিলা পুলিশ। হাতগুলো কেটে গেছে। এইরকম করছে। আমাদের ওপর অত্য়াচার।' বিজেপি মহিলা মোর্চা রাজ্য় সভাপতি ফাল্গুনী পাত্র বলেন,এই নির্লজ্জ পুলিশ আমাদের পুলিশমন্ত্রীর কথায় কারণ জানেন, সন্দেশখালির এই ধরনের ঘটনায় বারবার করে তারা ভয় পাচ্ছে এমং বিভিন্নভাবে, ফেক ভিডিও বানিয়ে, বিভিন্নভাবে ভুল বুঝিয়ে আজকে সন্দেশখালির মায়েদের এই অত্য়াচারকে লঘু করতে চাইছে।' এই বিক্ষোভের মধ্য়েই থানা থেকে ছেড়ে দেওয়া হয় সন্দেশখালির বাসিন্দাদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন, ভোট 'বয়কটের' পরেও 'জোর' করে ভোট, রণক্ষেত্র মালদার হবিবপুর