মালদা: ভোট 'বয়কটের' পরেও 'জোর' করে ভোট, রণক্ষেত্র মালদার হবিবপুর ( Malda Constituency Habibpur Block Chaos)। বিডিওর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ।  ভোট শেষে ভোটকর্মীরা বেরোনোর চেষ্টা করতেই গ্রামবাসীদের বিক্ষোভ (Agitation)।


রণক্ষেত্র মালদার হবিবপুর


বিডিও, ভোটকর্মীদের ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ, বেশ কয়েকজন আহত। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোট দেওয়ার অভিযোগ নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বাংলায় তৃতীয় দফার ভোটেও পিছু ছাড়ল না অশান্তি। কোথাও এজেন্ট, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানিনগরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বাঁধল সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের। ইংরেজবাজারে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। 


বাংলায় তৃতীয় দফার ভোটেও বিক্ষিপ্ত অশান্তি এড়ানো গেল না


কোথাও এজেন্ট, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। বাংলায় তৃতীয় দফার ভোটেও বিক্ষিপ্ত অশান্তি এড়ানো গেল না। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বুথের বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই দাপিয়ে বেড়াতে দেখা যায় লাঠিধারী তৃণমূল কর্মীকে। ইংরেজবাজারে বুথ পরিদর্শনে গিয়ে গো ব্য়াক স্লোগান শুনলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদার মানিকচকের গোপালপুর-নাসুটোলায় কংগ্রেস এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।


বুথের বাইরে তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ান বিজেপি প্রার্থী।


আবার মালদা দক্ষিণের সুজাপুর বিধানসভা এলাকায় বুথ থেকে বার করে, তৃণমূলের এজেন্ট-সহ ৩ জনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, বাঁশপেটা করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির মহিলা এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সুতির বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুথের বাইরে তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ান বিজেপি প্রার্থী।


আরও পড়ুন, 'কেন EVM নিয়ে হেঁটে যাচ্ছেন ভোটকর্মীরা?', ভোট শেষের পরেও মুর্শিদাবাদে উত্তেজনা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।