সুনীত হালদার, হাওড়া: কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে টাকা উদ্ধার (Money Rescue) । নাকা চেকিংয়ের সময় ৪ বাইক আরোহীর কাছে মিলল ১০ লক্ষ ১৩ হাজার টাকা। ওই ব্যক্তিরা টাকা নিয়ে যাওয়ার সময় উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় , ৬ জনকে আটক করেছে গোলাবাড়ি থানার পুলিশ। কার টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উত্তর দিতে না পারায় আটক ৭।
এশহরে বারবার লক্ষ লক্ষ টাকার উদ্ধার
কলকাতা শহরে এই প্রথম লক্ষ লক্ষ টাকার উদ্ধারের ঘটনা ঘটেনি। কিন্তু যেহেতু ভোট চলছে, তাই নাকা চেকিয়ে ধরাও পড়ছে বেশি। একটু পিছনে ফিরে তাঁকালে গত ভোটগুলির আগে পরে ভুরিভুরি এমন ঘটনা ঘটেছে। কলকাতার বালিগঞ্জ , ট্যাংরা থেকে শুরু করে হুগলি, কোনও জেলাই খুব একটা বাদ নেই। এরআগে বালিগঞ্জের ট্যাক্সি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ ক্যাশ টাকা। ট্যাংরায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা হাতে উঠে এসেছিল প্রায় পৌনে ১ কোটি টাকা।
রাজনৈতিক ক্ষেত্রেও কম ছবি প্রকাশ্যে আসেনি
তবে এত গেল নিত্য দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের মাঝের ঘটনা। রাজনৈতিক ক্ষেত্রেও কম ছবি প্রকাশ্যে আসেনি। হাতে হাতে টাকা নেওয়ার ছবি থেকে , খাটের নিচে টাকা, গুপ্ত কুঠুরিতে টাকা, শৌচালয়ে টাকার পাহাড়ের অজস্র উদাহরণ বহন করে চলেছে এই রাজ্য। নিয়োগ দুর্নীতিতে একাধিক ঘটনা সামনে এসেছে। তবে কোথা থেকে এই টাকা আসছে, কেনই বা আসছে, এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
ঘটনায় চক্ষু চড়কগাছ হয়েছে তদন্তকারী অফিসারদের
টাকার প্রসঙ্গ যখন উঠল, রাজ্যে ভুয়ো টাকার ট্রাঙ্ক ধরার ঘটনাও কম ঘটেনি। থরে আশল নোটের মত দেখতে টাকা, আদতে সব নকল, এমন ঘটনাতেও চক্ষু চড়কগাছ হয়েছে গোয়েন্দাদের।
আরও পড়ুন, অন্তিম দফার আগে রাজ্যের একাধিক বুথের সামনে জল, ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে ব্য়হত যান চলাচল
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।