দক্ষিণ ২৪ পরগনা: শনিবার শেষ দফা ভোট (Lok Sabha Election 2024)। তার আগে শুক্রবার থেকে বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) একাধিক বুথের সামনে জমেছে জল। এমনকী বাঁকুরায় (Bankura) বজ্রাঘাতে মৃত্য়ু হয়েছে দুজনের। পাশাপাশি বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। রাজ্য়ের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে ব্য়হত হয়েছে যান চলাচল। 


গণতন্ত্রের উৎসবে শনিবার সপ্তমী। ভোটবঙ্গে সপ্তমীতেই বিজয়া। প্রস্তুতি সারা। কিন্তু সপ্তম ও শেষ দফাতেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে জল জমেছে সুন্দরবনের বিভিন্ন বুথের সামনে। শুক্রবার তার মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছন ভোটকর্মীরা। নামখানা ব্লক দেবনগর চাঁদপুর প্রাথমিক বিদ্য়ালয় প্রিসাইডিং অফিসার অজয় বৈদ্য় বলেন, বৃষ্টিতে চিন্তিত আমরা। মাঠ ঘাটে জলষ সমস্য়ায় হতে পারে। ভোটাররা ভোট দিতে এলে সমস্য়া হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভবনা রয়েছে।


তবে টানা বৃষ্টি হলে শনিবার ভোটগ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে হবে প্রশাসনকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা জায়গাতেই দাঁড়াতে হয় ভোটারদের। নামখানা বিডিও  অমিত সাহু বলেন, 'আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া প্রয়োজন মতো পাম্প দিয়ে জল বের করে দেওয়ার কাজ করব। ভোট কর্মী এবং ভোটারদের যাতে অসুবিধা না হয় তা দেখা আমার দায়িত্ব।' বৃহস্পতিবার রাতের মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে বেহাল ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর।  সেই জমা জলের কারণে, সমস্যায় পড়তে হয়েছে রোগী থেকে স্বাস্থ্য়কর্মীদের। কখনও স্ট্রেচারে চড়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগীদের। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল  স্বাস্থ্য়কর্মী অনুপমা দত্ত বলেন, এইভাবে জল জমলে কাজের অসুবিধা। সমস্য়া হচ্ছে। 


ঘাটাল রোগীর আত্মীয় মহম্মদ কামরুল হাসান বলেন, জলের জন্য় ভোগান্তি। হাঁটু জল পেরিয়ে ঢুকতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে। হাসপাতালের সুপার মহেশ্বর মাণ্ডি জানান, দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার সকালে, বাঁকুড়ার বড়জোড়া থানার নতুনগ্রামে বজ্রপাতে মারা গিয়েছে এক দম্পতি। মৃতদের নাম নীরদ সাঁতরা ও তারারানি সাঁতরা। পশ্চিম মেদিনীপুরের বড়াগ্রামে বজ্রপাতের ফলে আগুন লেগে যায় একটি বাড়ির খড়ের চালে।  এদিন সকালে, পশ্চিম মেদিনীপুরের বেলদায় বৃষ্টির পাশাপাশি, বয়ে যায় ঝড়। মাত্র দু-মিনিটের ঝড়ে ভেঙে পড়ে ২০০র বেশি ইউক্যালিপটাস গাছ। যার জেরে যান চলাচল ব্যাহত হয় বেলদা-কাঁথি রাজ্য সড়কে।  পাশাপাশি, দাঁতনের তালদা এলাকায় ঝড়ের দাপটে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় তালদা প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। দাঁতনের, উচুডিহা, তালদায় বেশ কয়েকটি ঘর ভেঙে যায় গাছ পড়ে। বৃষ্টিতে জলমগ্ন হয় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেচেদা বাজার। 


আরও পড়ুন, 'আগের পাপের ফল ভোগ করতে হচ্ছে..', শিলিগুড়ির পানীয় জল দূষণে কাকে নিশানা মেয়র গৌতমের ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।