রাজীব চৌধুরী, বহরমপুর : একসময় দলীয় প্রার্থীর বিরুদ্ধে তিনিই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। কিন্তু, এখন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের (Baharampur Lok Sabha Constituency TMC Candidate Yusuf Pathan) প্রচারসঙ্গী ভরতপুরের TMC বিধায়ক হুমায়ুন কবীর (Bharatpur TMC MLA Humayun Kabir)। শুধু সঙ্গে থাকাই নয়, লোকসভার ভোটে জিতলে বহরমপুরে ইউসুফ পাঠানকে বাড়ি বানিয়ে দেবেন বলে কথাও দিলেন হুমায়ুন। রবিবার ভরতপুর ১ ব্লকের তালগ্ৰামে ভোটপ্রচারের সভা থেকে এমনই মন্তব্য করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণার পর বেঁকে বসেছিলেন হুমায়ুন। এবার হুমায়ুনের মুখেই বাড়ির প্রতিশ্রুতি। 'বহিরাগরত' তকমা ঘোচাতেই এই উপহার বলে দাবি করেন TMC বিধায়ক।
বহিরাগত এনে বহরমপুরে অধীর চৌধুরীকে হারানো যাবে না। দলীয় প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল বিধায়ক কটাক্ষের সুরে বলেছিলেন, 'এর আগে ২০১৪ সালে এক গায়ককে আনা হয়েছিল প্রার্থী করে। সেবার ৩ লক্ষের বেশি ভোটে হেরেছিলেন তৃণমূল প্রার্থী। এবার জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই বহরমপুর লোকসভা আসনে এক খেলোয়াড়কে প্রার্থী করা হয়েছে।' এই মন্তব্য করে বহিরাগত ইস্যুতে কার্যত নিজের দলকেই কাঠগড়ায় তোলেন হুমায়ুন কবীর।
গত ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে সকলকে অবাক করে দিয়ে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ঘোষণা করে ইউসুফ পাঠানকে। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিনের সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। তৃণমূল তাঁর নাম ঘোষণার ১১ দিনের মাথায় বহরমপুর কেন্দ্রে প্রচারে নামেন ইউসুফ। আর সেইদিনই তাঁর ছায়াসঙ্গী হয়ে প্রচারে শামিল হন একদা বেসুরো হুমায়ুন কবীর। বহরমপুরে পা দিয়েই বহিরাগত প্রসঙ্গে নিজেকে বাংলার ছেলে বলে করেন। প্রথম প্রচারেই বহিরাগত তত্ত্ব উড়িয়ে ইউসুফ পাঠান বলেছিলেন, "আমাকে বহিরাগত বলা হচ্ছে। নরেন্দ্র মোদিও তো গুজরাতের বাসিন্দা হয়ে বারাণসী থেকে ভোটে লড়েন। কিন্তু ওঁকে কি বহিরাগত বলা হয়? আমিও গুজরাত থেকে বাংলায় এসেছি ভোটে লড়তে, তা হলে আমি কেন বহিরাগত হতে যাব! আমি বাংলারই ছেলে। এখানে থাকতেই এসেছি। আমার জন্মভূমি গুজরাতে আর এটা আমার কর্মভূমি। এখানে আমি অনেক কাজ করেছি এবং এরপরও আমাকে অনেক কাজ করতে হবে।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।