কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রস্তুতি খতিয়ে দেখতে তখনও রাজ্যে আসেনি কমিশনের ফুল বেঞ্চ। ঠিক তার আগের রাতেই সবাইকে চমকে দিয়ে বাংলায় প্রথম দফায় ২০ জন প্রার্থীর নামে তালিকা প্রকাশ্যে এনেছিল বিজেপি (BJP) । আর তার পরের চমক দিয়েছিল তৃণমূল। গত রবিবার জনগর্জন সভায় লোকসভা ভোটে প্রার্থীদের নাম প্রকাশ্যে এনেছিল তৃণমূল। সেই জনসভায় উপস্থিত ছিলেন অর্জুন সিং। ৪২ জনের নাম ঘোষণা বসে শুনেছেন। নাম ঘোষণা হয়নি তাঁর। এদিকে প্রার্থীদের নিয়ে ব়্যাম্প ওয়াক করে তৃণমূল (TMC)। এরপরেই ক্ষোভের আগুন বেরিয়ে আসে অর্জুন সিংহের দিক থেকে (Arjun Singh)। স্পষ্ট জানান, আগে জানলে তৃণমূলে ফিরতেন না। এদিকে মাঝের কয়েকদিনে তিনি বিজেপিতে যাচ্ছেন বলে জল্পনা তুঙ্গে।


বিজেপির তৃতীয় দফার নামের তালিকার অপেক্ষায় অর্জুন সিংহ ?


নিজের অফিসে  মমতা-অভিষেকের ছবি পর্যন্ত সরিয়ে দেন। সেখানে স্থান পায় প্রধানমন্ত্রীর ছবি। ১১ তারিখ জানান, অনুগামীদের সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত নেবেন। এদিকে আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,' অর্জুন এখনও অবধি বিজেপি-র সাংসদ। ও কোন দলে দাঁড়াবে, সেটা ঠিক করার স্বাধীনতা ওর রয়েছে।' এই কথার পরিপ্রেক্ষিতে, অর্জুন পাল্টা বলেন, 'দিদি ভাল বলেছেন। আমাকে তাহলে ডাকা হয়ে বিজেপি সাংসদ হিসেবে, ভাল !'এদিকে এমনই এক আবহে আজ বিজেপি দ্বিতীয় দফার তালিকা প্রকাশ্যে এনেছে। যেখানে বাংলার কারও নামের তালিকা নেই। তবে কি বিজেপির তৃতীয় দফার নামের তালিকার অপেক্ষায় অর্জুন সিংহ ?


আরও পড়ুন,'ভেবেছিলাম লোকসভার টিকিট পাব..', ক্ষোভ এবার শান্তনু সেনের


'ছোটবেলা থেকে বিনা টিকিটে কখনও ট্রেনে উঠিনি'


ব্যারাকপুরে কি এবার সম্মুখ সমরে পার্থ-অর্জুন? পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অর্জুন? টিকিট না পেয়ে ফের বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। বললেন,'পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা নিশ্চিত। ছোটবেলা থেকে বিনা টিকিটে কখনও ট্রেনে উঠিনি।' তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন অর্জুন সিংহ। বলেছেন, 'পার্থ ভৌমিক কখনও কারও ভাল করেননি। ব্যারাকপুরে আগেরবারের থেকে বেশি ভোটে জিতব।' এখানেই শেষ নয়, রয়েছে এর পরেও ফিউশন। 'বিজেপিতে দলবদলুর স্থান নেই', অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তন-জল্পনার মধ্যেই পোস্টার পড়ল ব্যারাকপুরে। 'তৃণমূল অর্জুন-আতঙ্কে ভুগছে, তাই বিজেপির নাম করে পোস্টার দিয়েছে', শাসকদলকে কটাক্ষ করে মন্তব্য বিজেপির। তৃণমূলের ভয়ের কিছু নেই, পাল্টা দাবি শাসকদলের ।