কলকাতা: হুঙ্কারই সার, অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে লড়াইয়ে রণেভঙ্গ নৌশাদের। ডায়মন্ড হারবারে নৌশাদকে প্রার্থী করল না আইএসএফ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) আইএসএফ প্রার্থী মজনু লস্কর।                               

  


কোন কেন্দ্রে কে প্রার্থী:
যাদবপুর: আইএসএফ প্রার্থী নুর আলম খান 
বালুরঘাট: আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক
ব্যারাকপুর: আইএসএফ প্রার্থী জামির হোসেন 
বসিরহাট: আইএসএফ প্রার্থী আক্তার আলি বিশ্বাস
উলুবেড়িয়া: আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম 
ভগবানগোলা উপনির্বাচন: আইএসএফ প্রার্থী মহম্মদ মুর্শিদুল আলম


নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddiqui) তোপ, 'যাদেরকে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তাঁরাই আবার পিছড়েবর্গদের নিয়ে তৈরি এই দল আইএসএফ-কে কোণঠাসা করছেন। দুঃখের বিষয়, জানি না কোন দলের মধ্যে কীভাবে আরএসএস-এর লোক ঢুকে আছে। বৃহত্তর স্বার্থের কথা ভেবে, তৃণমূল ও বিজেপি যাতে এই বাংলায় হোঁচট না খায় সেই কথা ভেবে কিছু হল না। আমরা কত কম আসনে নেমে এলাম, তারপরেও গ্রিন সিগন্য়াল পেলাম না তাদের থেকে যাঁরা বলেন তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি লড়াই করেন।' এর আগেও নৌশাদ (Nawsad on Left) বলেছিলেন, জোট না হলে তার দায় সিপিএমের (Nawsad on CPIM) উপরেই বর্তাবে।


তৃণমূলের কটাক্ষ:
কটাক্ষ করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ভাঙড়ের আইএসএফ বিধায়ককে কটাক্ষ করে পোস্ট করে তিনি লিখেছেন, 'অভিষেককে চ্যালেঞ্জ জানিয়ে পালিয়ে যাওয়াকে নৌশাদ সিদ্দিকি বলে। এই জন্যেই বলি পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেকুর তোলা উচিত নয়।'


 






আইএসএফ-কে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, 'বিজেপির হয়ে কাজ করছে বাম-কংগ্রেস, সঙ্গে জুটেছে আরও একটি পার্টি। হায়দরাবাদের এমআইএম-এর মতো এরা ভোট কাটার চেষ্টা। কেউ এই ফাঁদে পা দেবেন না।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: 'আমার ভারত আমার পরিবার...' শক্তিশালী সরকার গড়তে পদ্মচিহ্নে ভোট দেওয়ার ডাক মোদির