রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: শিক্ষক নিয়োগ নিয়ে 'দুর্নীতির' (SSC Recruitment Scam) বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের রায়কে হাতিয়ার করে মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে নামলেন ছাত্রনেতা যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Jadavpur CPM  Candidate  Srijan Bhattacharyya )।


 সৃজন ভট্টাচার্য বলেন, 'যেসব অযোগ্য চাকরি প্রার্থী তৃণমূল নেতাদের টাকা খাইয়ে চাকরি পেয়েছেন তারা সেইসমস্ত তৃণমূল নেতার কাছ থেকে টাকা ফেরত চান। প্রয়োজনে আমরা তাঁদের সাথে যাব বলে জানান সৃজন। এদিন প্রচারে বেরিয়ে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান তিনি। মূলত, ২০১৬ সালের SSC-র শুধুমাত্র পুরো প্যানেলই নয়, বাতিল করা হল সমস্ত OMR শিট। ২৫ হাজার ৭৫৩ জনেরই OMR শিটই বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে, নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিপ্রার্থীদের।


সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০১৬ সালে চাকরিপ্রাপকদের মধ্যে কারও বয়সসীমা ইতিমধ্যেই পেরিয়ে গেলে,পরীক্ষায় আর অংশই নিতে পারবেন না সেই চাকরিপ্রার্থী।২০১৬ সালে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকারের বিষয়েও কলকাতা হাইকোর্টের নির্দেশনামায় নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। কীভাবে যোগ্য়দের বেছে নেওয়া হবে, তার জন্য পদ্ধতিও নির্দিষ্ট করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। 


নতুন করে মেধাতালিকা প্রকাশের জন্য পুর্নমূল্যায়ণের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। ওএমআর শিটের নম্বরের সঙ্গে যোগ হবে শিক্ষাগত যোগ্যতা ও পার্সোনালিটি টেস্টের নম্বর।কিন্তু, পুরনো OMR শিট আদালত বাতিল করে দেওয়ায়, নাইসার OMR শিটের নম্বরের কার্যত আর কোনও বৈধতাই রইল না। সেক্ষেত্রে নতুন করে OMR শিটে পরীক্ষা নিতে হবে SSC-কে। কারণ, এসএসসি এবং সিবিআইয়ের কাছে ২০১৬ সালের সমস্ত ওএমআরের তথ্য আছে কিনা তা নিয়ে সন্দিহান কলকাতা হাইকোর্ট


সোমবার হাইকোর্টের রায় সামনে আসার পর,আইনজীবীদের একাংশ মনে করছিলেন যে ২০১৬ সালের যোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহাল হওয়ার সুযোগ থাকবে। কিন্তু পুরনো সমস্ত OMR শিটই বাতিল করা হয়েছে বলে আদালত স্পষ্ট করে দেওয়ার পর, সেই সম্ভাবনা আর থাকল না।এই মুহূর্তে যত শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ অনুযায়ী নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে SSC-কে।নতুন করে বিজ্ঞপ্তি, টেন্ডারের মধ্যে দিয়ে সম্পন্ন করতে হবে নিয়োগ। জুন মাসেই SSC-কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। 


আরও পড়ুন, প্রচারে বেরিয়ে এবার জাল ফেললেন পুকুরে, জোড়াফুলে ভোট চাইলেন তৃণমূলের সুজাতা


অপরদিকে, মঙ্গলবার সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ  এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি। সৃজন বলেন,' এই এলাকায় মানুষ এতদিন ভোট দিতে পারেনি। এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাটি মাফিয়াদের দাপট।' তা বন্ধ করতেই তাকে ভোট দেওয়ার দাবি জানান। একইসাথে তিনি বলেন মানুষ যাতে একশো দিনের কাজ পায় ও কৃষিকাজে সুবিধা হয় তাও সুনিশ্চিত করা হবে।'