পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আগামী ২৫ মে  বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন।প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (TMC Candidate Sujata Mondal )।ফের অভিনব প্রচারে নামতে দেখা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীকে।দিন বিষ্ণুপুরের ওন্দার ঠাকুরবাড়ি গ্রামে জোরদার প্রচার সারেন সুজাতা। প্রচারে বেরিয়ে পুকুর দেখে নিজে হাতেই জাল ফেলেন তিনি। তবে জাল ফেলেই থেমে থাকেননি, মাছ ধরেও চমকে দেন সুজাতা।


'মৎস্যজীবীদের পাশে আছেন মমতা, তাই জোড়া ফুলে ভোট দেবেন '


এদিন সুজাতা মণ্ডল বলেন, 'দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মৎসজীবীদের জন্য মৎস ক্রেডিট কার্ড করে দিয়েছেন। যেটা আজ পর্যন্ত সিপিএম , বিজেপি কেউ করেনি। কেউ ভাবেনি। এবং জেনে রাখুন আমার যারা মৎসবন্ধু, তাঁদের কারও দুর্ঘটনায় মৃত্যু হলে,২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই প্রত্যেকেটি মৎস্যজীবী পরিবারকে বলছি, আপনার পাশে যিনি দাঁড়িয়েছেন, তাঁর নাম মমতা বন্দ্য়োপাধ্যায়। তাই মৎস্যজীবী সকল ভাই-বোনদের বলছি এবার প্রত্যেকটি ভোট জোড়া ফুলে দেবেন।'


লড়াইয়ের ময়দানে সুজাতা ও সৌমিত্র


বাংলার রাজনীতিতে কয়েকটি নাম বহু চর্চিত। এক শোভন-বৈশাখী-রত্না। অন্যদিকে, সৌমিত্র-সুজাতা। আর একেবারে হালে যদি বলা যায়, রচনা-সিদ্ধান্ত। এরা প্রত্যেকেই একে অপরের বিপরীত শিবিরে। কিন্তু একটা সময়, হাতের উপর হাত ছিল। এরা প্রত্যেকেই কম বেশি ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন বিরোধীদের থেকে। কখনও বা দলের নির্দেশেই কড়া বাক্য বলতে শোনা গিয়েছে। ছবিটা নেহাত নতুন নয়। এরা প্রত্যেকেই এখন একে অপরের বিরোধী দলের মুখ। নেমেছেন লোকসভা ভোট যুদ্ধের ময়দানে।


ঢাক পিটিয়ে ত্রিশুল ধরে অসুর বধের শপথ সুজাতার, কিন্তু অসুরটা কে ? 


তবে বিষ্ণুপুরে এবার লড়াইয়ের ময়দানে সুজাতা ও সৌমিত্র। লোকসভা ভোটে তৃণমূলের থেকে টিকিট পেয়েছেন সুজাতা মণ্ডল। অন্যদিকে গেরুয়া টিকিটে প্রার্থী সৌমিত্র। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই অভিনব প্রচারে দেখতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি সুজাতাকে ঢাক বাজিয়ে শিবের মন্দিরে পুজো দিতে দেখা যায়। এখানেই শেষ নয় ত্রিশুল ধরে বিষ্ণুপুরে অসুর বধের শপথ নিতে দেখা যায় সুজাতাকে। এবার কথা হচ্ছে, অসুরটা কে ? নাম না করেই সৌমিত্রকে 'অসুর' কটাক্ষ করেছিলেন তিনি।


 আরও পড়ুন, আগামীকাল ২-৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।