সনৎ ঝা, দার্জিলিং: লোকসভা ভোটের মুখে নিজের সংসদীয় এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হল জলপাইগুড়ির বিদায়ী বিজেপি সাংসদকে (Jalpaiguri BJP MP)। ৫ বছর ধরে এলাকার সাংসদকে কেন এলাকায় দেখা যায়নি বলে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। 


কখনও আঙুল উঁচিয়ে শাসানি দেওয়া হচ্ছে। কখনও আবার পথ রুখে দাঁড়িয়ে পড়ে জবাব চাওয়া হচ্ছে। যাঁর উপর এমন ক্ষোভ তিনি জলপাইগুড়ি বিদায়ী বিজেপি সাংসদ জয়ন্ত রায়। বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুরসভার ৪০ নং ওয়ার্ডে। নিজের সংসদীয় এলাকায় গিয়ে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হল জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে!


শনিবার সন্ধে নাগাদ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তগর্ত শিলিগুড়ির ৪০ নং ওয়ার্ডের দুর্গানগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘিরে ঘটনার সূত্রপাত। রবিবার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ নিতে গেলে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি সাংসদকে। তৃণমূল কর্মী-সমর্থকরা অভিযোগ করতে থাকেন তাঁদের এলাকায় সাংসদকে গত পাঁচ বছরে কখনও দেখতে পাওয়া যায়নি। ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূল সমর্থক অঞ্জলি সাহা বলেন, 'MP-কে কেউ চেনে না। এখানকার বাসিন্দাই বলছে, এই লোকটা কে? তখন আমরা বললাম যে উনি MP। কেন MP আসবে হঠাৎ করে? আমাদের কাউন্সিলর খুবই ভাল যখন যাঁর বিপদ হয় সঙ্গে সঙ্গে দৌড়ে আসে.. রাত্রি নাই, দিন নাই...সবসময় টাইমমতো পাওয়া যায়।'


এলাকাবাসীর পাশে থাকতেই এসেছেন, পাল্টা দাবি বিজেপি সাংসদের। তিনি বলেন, ' সবসময় আসব... এসেছি... আসব...।' বিদায়ী সাংসদ জয়ন্ত রায় বলেন, 'এখানে ৪০ নম্বর ওয়ার্ডে এসেছি। এখানে বিনোদ সাহা বলে এক ভদ্রলোক, তার বাড়িতে ৬টা ফ্যামিলি ছিল, সেই ৬টা ফ্যামিলির যে ঘরগুলোতে ছিল সেগুলো ভস্মীভূত হয়ে যায়। তাঁদের যা কিছু আছে সব ড্যামেজ হয়ে যায়।'


৪০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুন্না প্রসাদ বলেন, 'কোনও একটা কাজ করে নাই, ওয়ার্ডে কাউকে দেখে নাই, এই ৫ বছর পরে আমরা একবার দেখতে পারলাম ওঁকে। আর এখানে একটা আগুন লেগেছে, আর উনি রাজনীতি করতে চলে এসেছেন।'


২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে ৭টিতেই উড়েছিল বিজেপির পতাকা। গতবারের জেতা আসনগুলির মধ্যে, ৫টি-তে প্রার্থী ঘোষণা করলেও এখনও জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) প্রার্থী ঘোষণা করেনি পদ্ম শিবির। তারমধ্যেই এভাবে ক্ষোভের মুখে পড়তে হল বিজেপি সাংসদকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।