উত্তর ২৪ পরগনা: অতীতে একাধিকবার অসুস্থ হয়েছেন। মাঝে অসুস্থতার জন্যে সেভাবে নির্বাচনে প্রচারে (Vote Campaign) তাঁকে সেভাবে দেখা যায়নি বললেই চলে। তবে ভোটের প্রচারে (Vote Campaign) নেমেই স্বমহিমায় মদন মিত্র (Madan Mitra)। তোপ দাগলেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে (Dum Dum CPM Sujan Chakraborty )। বললেন, 'ওঁর সাদা চুল কালো করে পাঠাব।'


 ওঁর সাদা চুল কালো করে পাঠাব : মদন


শুক্রবার বেলঘরিয়ায় সৌগত রায়ের সমর্থনে পথসভায় উপস্থিত ছিলেন মদন মিত্র।  এদিন মদন মিত্র বলেন 'দমদমে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন। ওঁর সাদা চুল কালো করে পাঠাব, হুঁশিয়ারি মদনের। মদনের কথায়,'  সুজন চক্রবর্তী ঘুরছে, একটা চান্স হবে, চান্স হবে, চান্স হবে। এই চুলগুলো পেকে গেছে, রং মেখে নেব, একটা চান্স হবে। দূর ব্যাটার চান্স। ঠেলে দিয়েছে পার্টি ওকে কামারহাটিতে। বলেছে, চান্স নিবি? যা, কামারহাটিতে মদন মিত্র ওয়েট করছে তোর জন্য।  ভাল করে সাদা চুল কালো করে পাঠিয়ে দেবে।'


'ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন'


১ জুন, সপ্তম দফায় দমদম লোকসভা কেন্দ্রে ভোট।তার আগে ভোটের প্রচারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর নিশানায় সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কামারহাটির তৃণমূল বিধায়ক আরও বলেন, 'ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন।সকাল ৬টায় নির্দেশ চলে যাবে কী করতে হবে। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোটের দিন।এবং আমরা দাঁড়িয়ে থাকব পাহারা দেব।একটাও যেনও ফলস ভোট না পড়ে।'


আরও পড়ুন, মিঠুনের হাত ধরে বিজেপিতে রানাঘাটের TMC প্রার্থীর স্ত্রী..


মদন মিত্র আমাকে নিয়ে না ভেবে নিজের শরীরটা নিয়ে ভাবুন : সুজন


পাশাপাশি মদনের ভোটের দাওয়াই শুনে সুজন বলেন, ওর কর্মীরা এক ১ তারিখ গিয়ে বার্তা পৌঁছবে, ওই দিন ওরা কী করবে ! ভাল দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান। মিটে গেল।' এরপরেই মদনের পাল্টা কটাক্ষ করে সুজন বলেন,' আমার পাকা চুল কালো করার কোনও আগ্রহ তো নেই। যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল।মদন মিত্র আমাকে নিয়ে না ভেবে নিজের শরীরটা নিয়ে ভাবুন। হুঁশিয়ারি দেওয়াটা অনেকেরই কাজ। অনেকেই অনেক রকম হুঁশিয়ারি দেন। কিন্তু এবারের নির্বাচনে মানুষ হুঁশিয়ারি দিচ্ছে।তৃণমূল যেভাবে চলছে এবং বিজেপি যা করছে, মানুষ হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল আর বিজেপিকে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।