কলকাতা:  গতকাল গোঘাটের সভা থেকে সাধুদের একাংশকে আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। ২৪ ঘণ্টা পার হতে না হতেই  পঞ্চম দফা ভোটের দিন কার্তিক মহারাজকে (Kartick Maharaj) ফের আক্রমণ করেন তিনি। মমতাকে বলতে শোনা যায়, 'রেজিনগরে হিংসার (Murshidabad Rejinagar Violence) নেপথ্যে ছিলেন কার্তিক মহারাজ। তৃণমূলের এজেন্ট বসতে দেননি তিনি।' তবে এদিন আর চুপ বসে নেই কার্তিক মহারাজও (Kartick Maharaj)। তিনি আজ বলেছেন, বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে। ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কার্তিক মহারাজ। এখানেই শেষ নয়,  'প্রমাণ করতে পারলে নতি স্বীকার করব', বলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জও ছুঁড়েছেন তিনি।


 এদিন কার্তিক মহারাজ বলেন,  আমি তো নোটিস দিয়েছি, তার প্রমাণ হবে। আর কোন জায়গায় আমি এজেন্ট বসতে দিইনি, একটা প্রমাণ দেখাক না। একটা প্রমাণ দেখাক না, তাহলেই তো আমি নতি স্বীকার করি। সবথেকে বেস্ট হচ্ছে যে, এখানকার যিনি এসপি আছেন, আমার সম্পর্কে উনি বলবেন। তার আগে যারা এসপি ছিলেন, তাঁরা সকলেই আমাকে চেনেন , জানেন ভালভাবে। এখানে যিনি আইসি, তিনি জানেন আমি কীরকম প্রকৃতির। হুমায়ুন কবির যে কথাটি বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি প্রতিবাদ মিছিল বের করেছিলাম। আমি হিন্দু সন্নাস্যী , আমি এটা সহ্য করব ? এর কোনও প্রতিবাদ করব না ?  প্রতিবাদ করতে গেলেই ,আমি সাম্প্রদায়িক। প্রতিবাদ করতে গেলেই, আমি রাজনীতি করছি ?!'


আরও পড়ুন, ব্যারাকপুরে BJP নেতা কৌস্তভের গাড়ি ভাঙচুর, 'প্রাণঘাতী হামলা..'


এদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন? আমার সঙ্ঘ অসাম্প্রদায়িক। ইহার মধ্যে কোনও প্রকার সঙ্কীর্ণতা বা সাম্প্রদায়িকতার স্থান নাই।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।