অভিজিৎ চৌধুরী, মালদা : সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এক প্রবীণের পা ছুঁয়ে প্রচার শুরু করলেন মালদা উত্তরের বিদায়ী বিজেপি সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনেরও প্রার্থী খগেন মুর্মু। একদিকে প্রচার, অন্যদিকে মাদ্রাসার মূল ফটকের দ্বার উদঘাটন। সংখ্যালঘুদের মাঝে "সব কা সাথ সবকা বিকাশের" বার্তা নিয়ে পৌঁছে গেলেন খগেন। 


বেজে গেছে লোকসভা ভোটের দামামা। উত্তর মালদা কেন্দ্রে জয় ধরে রাখতে খগেন মুর্মুর উপরেই আস্থা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।অন্যদিকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সদ্য প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে। কংগ্রেস বা বামেদের প্রার্থীতালিকা এখনও ঘোষণা হয়নি।


ইতিমধ্যে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন খগেন মুর্মু। এখনও ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ। তাই সেই ফাঁকেই বিভিন্ন এলাকায় গিয়ে সাংসদ তহবিলের বরাদ্দকৃত অর্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করছেন। সাথে সেরে নিচ্ছেন নিজের প্রচার।


হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর এলাকায় যান বিদায়ী সাংসদ। সেখানে জগন্নাথপুর হাই মাদ্রাসায় সাংসদ তহবিলের বরাদ্দকৃত ৩ লক্ষ ৯২ হাজার টাকা অর্থ ব্যয়ে নির্মিত মাদ্রাসার মূল ফটকের দ্বার উদঘাটন করেন। সাংসদের এই কাজের জন্য তাঁকে ধন্যবাদ দেন মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে শুরু করে এলাকার মানুষেরা। পরে তিনি ওই এলাকার হাসেন আলি নামে এক প্রবীণের পা ছুঁয়ে প্রণাম করে নিজের প্রচার শুরু করেন। প্রচারে সংখ্যালঘুদের মধ্যে যথেষ্ট সাড়া পান বিজেপি সাংসদ। নরেন্দ্র মোদির "সবকা সাথ সবকা বিকাশের বার্তা" দেন খগেন।


ওই এলাকার সংখ্যালঘুদের দাবি, খগেন মুর্মু গত পাঁচ বছরে এলাকার জন্য ভাল কাজ করেছেন। তাই তাঁরা তাঁকে দেখেই ভোট দেবেন। সঙ্গে দাবি করেন, একদা বাম নেতা খগেন মুর্মুর মধ্যে কোন ধর্মীয় ভেদাভেদ নেই। জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসের সুর খগেনের গলায়।


অন্যদিকে প্রচারে এসে তৃণমূলকে নিশানা করেন বিজেপি সাংসদ। তৃণমূলের প্রাক্তন পুলিশ কর্তা প্রার্থীকে নিয়ে চিন্তিত নন তিনি। সন্দেশখালি প্রসঙ্গ টেনে খোঁচা দেন রাজ্যের শাসকদলকে। অপরদিকে পাল্টা সাংসদকে তোপ তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিরও।


দ্বিতীয়বার মালদা উত্তরের প্রার্থী হয়েই ভোট প্রচার শুরু করে দিয়েছিলেন খগেন। পুরাতন মালদার মহামায়া মন্দিরে পুুজো দেন তিনি। এরপর মুচিয়া এলাকায় নিজে দেওয়ালে লিখে শুরু করেন ভোটের প্রচার। দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে বাইক র‍্যালি করার পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে ভোট চান মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।