প্রদ্যেৎ সরকার, কৃষ্ণনগর : 'প্রেস্টিজ' ফাইট কৃষ্ণনগরে (Krishnanagar)। তৃণমূল ও বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। জোরদার প্রচারে দুই দলের প্রার্থী। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra) নজরে কৃষ্ণনগর পুর এলাকা। সঙ্গে অন্যত্রও চলছে প্রচার। এদিকে, পলাশিপাড়ায় প্রচার সারলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় (Amrita Roy)।


কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে ছয়টিতেই তৃণমূলের পক্ষে অনুকূল পরিস্থিতি থাকলেও, মাথাব্যথার কারণ কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভা এলাকা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে এটিই একমাত্র পৌরসভা এলাকা। পৌরসভা তৃণমূলের দখলে থাকলেও, দেখা গিয়েছে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে বিপুল ভোটে পিছিয়েছিল তৃণমূল। 


গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকা থেকে প্রায় ৫৫ হাজার ভোটে পিছিয়েছিলেন মহুয়া মৈত্র। শুধুমাত্র কৃষ্ণনগর পৌরসভা এলাকা থেকেই প্রায় ২৮ হাজার ভোটে পিছিয়েছিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মুকুল রায় প্রায় ৩৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। সেক্ষেত্রে কৃষ্ণনগর পৌরসভা এলাকাতেই প্রায় ১৮ হাজার ভোটে পিছিয়েছিলেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি। ২০২২-এর পৌর নির্বাচনে কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল দখল করলেও, পুরনো হিসাব মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের। কারণ এ বছর বিজেপির প্রার্থী 'রাজমাতা' অমৃতা রায়। সেই কারণে কৃষ্ণনগর পৌরসভা এলাকার হারানো জমি ফিরে পেতে অভিনব উদ্যোগ নিলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর পৌরসভা এলাকার বাসিন্দাদের মন জয় করতে জনতার দরবারে মুখোমুখি হচ্ছেন তিনি।  


সকালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গ্রামীণ এলাকাগুলিতে হুড খোলা গাড়িতে চেপে প্রচার। বিকেল হতেই কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডে জনতার মুখোমুখি হয়ে শুনছেন তাঁদের অভাব অভিযোগের কথা। তাতেই সাড়াও মিলছে যথেষ্ট। মহুয়া মৈত্রের এই কর্মকাণ্ডে খুশি কৃষ্ণনগর পৌরসভার এলাকার ভোটাররা। তাঁকে সামনে পেয়ে তুলে ধরছেন সমস্ত অভাব অভিযোগ।


যদিও এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, সারা বছর কাজ করলে আজকে জনতার দরবারে মুখোমুখি হতে হত না মহুয়াকে।


মঙ্গলবার পলাশীপাড়া বিধানসভা এলাকায় প্রচারে নামেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিন সকালে পাথরঘাটা ২ পঞ্চায়েতের তরণীপুর বাজার থেকে প্রচার শুরু করেন তিনি। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ করেন, কথা বলেন দোকানদার ও পথচলতি মানুষের সঙ্গে। এছাড়াও এদিন পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট, হাঁসপুকুরিয়া ও গোপীনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারবেন তিনি। দলীয় প্রার্থীকে কাছে পেয়ে খুশি বিজেপি নেতা-কর্মীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।