চেন্নাই: পাওয়ার প্লে-তে এত ভাল শুরু হওয়ার পরও যে এভাবে তাসের ঘরের মত ভেঙে পড়বে ব্যাটিং লাইন আপ, তা কে জানত। গতকাল সিএসকের বিরুদ্ধে হারের পর হতাশ অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাটাররা কেউ রান করতে পারেননি। ফ্লপ করেছেন দলের ২ তারকা ব্য়াটার আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংহও। মুস্তাফিজুর, তুষার, থিকসানাদের নিন্ত্রিত বোলিংয়ের কোনও জবাবই ছিল না কেকেআর ব্যাটারদের কাছে। ম্য়াচের পর কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও স্বীকার করে নিলেন যে উইকেটের প্রকৃতি বুঝতে পারেননি তাঁরা। তার জন্যই ব্যাটাররা কেউই রান পাননি।
উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানই বোর্ডে তুলতে পারে নাইট রাইডার্স। ম্য়াচের শুরুতেই ফিল সল্টের উইকেট হারিয়েছিল নাইটরা। কিন্তু এরপরও পাওয়ার প্লে-র শেষে তাদের স্কোর ছিল ৫৬/১। কিন্তু সেখান থেকে ম্য়াচ যেভাবে নিজেদের কবলে করে নেয় সিএসকে বোলাররা, তার কোনও জবাব ছিল না নাইটদের কাছে। যার পরিণাম, চলতি মরশুমের টুর্নামেন্টে প্রথমবার হারের মুখ দেখতে হল শ্রেয়সদের। ম্য়াচের পর কেকেআর অধিনায়ক বলেন, "আমার ব্য়ক্তিতভাবে মনে হয় আমরা ম্য়াচ যত এগিয়েছে উইকেটের মূল্যায়ণ করতে পারিনি। পাওয়ারপ্লেতে আমরা শুরুটা খারাপ করিনি। কিন্তু আমরা একটানা উইকেট হারাতে থাকি। ৬ ওভারের পর উইকেটের মূল্যায়ণই করতে পারিনি মাঝের ওভার গুলোতে রান করা একদমই সহজ ছিল না। আর সিএসকে এখানের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। ওরা পরিকল্পনামাফিক বল করে গিয়েছে। আর নতুন ব্যাটারদের পক্ষে শুরু থেকে ব্যাট চালানো কোনওভাবেই সম্ভব ছিল না। ইনিংস গড়ার চেষ্টা করছিলাম। কিন্তু তবুও সঠিক ক্রিকেট খেলতে পারিনি।''
এদিকে গতকাল নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে দেয় সিএসকে। ঘরের মাঠে নিজেদের প্রথম জয় এবারের মরশুমে তুলে নিল রুতুরাজ গায়কোয়াডের দল। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভারে ১৩৭/৯-এর বেশি বোর্ডে তুলতে পারেনি। এরপর রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় সিএসকে। এই হারের ফলে কেকেআর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। চার ম্যাচ খেলে এই মুহূর্তে তিনটি জয় ও একটি হারের মুখ দেখতে হয়েছে নাইটদের।