হুগলি: নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বুথের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী (central force) থাকার কথা। কিন্তু ধনেখালির বুথে দেখা যায় বুথের মধ্যেই ঢুকে রয়েছেন রাজ্য পুলিশ কর্মী। সেখানে পৌঁছে যান হুগলি লোকসভা কেন্দ্রের (Hooghly) বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রাজ্য পুলিশ কর্মীদের বুথ থেকে বেরিয়ে যেতে বলেন তিনি।    


তাঁকে বলতে শোনা যায়, 'বেঙ্গল পুলিশ বাহার। দিদি এখানে আসা যাবে না। ১০০ মিটারের মধ্যে থাকবেন না।' তখনই বুথ থেকে বেরিয়ে যেতে দেখা যায় দুই পুলিশকর্মীকে।


হুগলির ধনেখালিতেই বুথের (Lok Sabha Election 2024) বাইরে তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বচসা হয়। বুথের কাছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘোরাঘুরির অভিযোগ ছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়,  'বুথের সামনে দাঁড়িয়ে আছ। ৫০০ মিটারের মধ্য়ে আছ। এখানে থাকতে পার না। যাও। কোথাও থাক। কী নাম.. ভোটার আইডি কার্ড দেখাও।' তার উত্তরে ওই তৃণমূল কর্মী বলেন, 'আগে সবাই বেরোক'। তখন লকেট চট্টোপাধ্যায় ফের বলেন, 'সবাই বেরোবে। তুমি আগে বেরোও। চলে যাও। এখুনি বেরোও।' বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ওই তৃণমূল কর্মী। যা নিয়ে বুথ চত্বরে উত্তেজনা ছড়ায়। 


ধনেখালিতে একাধিক অভিযোগ:
নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়। একজনের কাছে মিলল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফর্ম। ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব, বললেন হুগলির বিজেপি প্রার্থী। 



 
এরই মধ্যে হুগলির সপ্তগ্রামে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা ও আগ্নেয়াস্ত্র। ২ লক্ষ টাকা এবং ২টি আগ্নেয়াস্ত্র-সহ আটক করা হয়েছে বিজেপি নেতাকে। অভিযুক্ত স্বরাজ ঘোষ একমাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। স্বরাজকে সপ্তগ্রাম বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেয় বিজেপি। ভোটের কাজ থেকে আটকাতেই তৃণমূলের মদতে আটক, অভিযোগ বিজেপির। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও, কমিশনের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না, দাবি পুলিশের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?