মুর্শিদাবাদ: ভোট শেষের পরেও মুর্শিদাবাদে উত্তেজনা (Murshidabad) ।প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তৃণমূলের (TMC)। 'কেন ইভিএম গাড়িতে না নিয়ে, হেঁটে নিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা?' , প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীকে (Centra Force) ঘিরে তৃণমূলের বিক্ষোভের অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রিসাইডিং অফিসারকে ধাক্কা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র থেকে ইভিএম (EVM) নিয়ে বেরিয়ে রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তা ঘিরে নিয়ে যাওয়া হচ্ছে।


মুর্শিদাবাদে প্রিসাইডিং অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের। আজিমগঞ্জের রায়বুধসিং বাহাদুর হাইস্কুলের। ১০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন সেই স্কুলেরই প্রধান শিক্ষিকা। প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ পেয়ে তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। আজিমগঞ্জের রায়বুধ সিং বাহাদুর হাইস্কুলের প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন বলেন, 'এই রকম আরও অনেক স্কুলে আছে। লালবাগের এমএনসি গার্লসের অনেক অ্যাসিস্ট্যান্ট টিচার আছে যারা সেই স্কুলের প্রিসাইডিং অফিসার হয়েছেন।'


 দিনভর টুকরো টুকরো অশান্তির ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ভোটে। উঠল একাধিক বেনিয়মের অভিযোগও। আজিমগঞ্জের রায়বুধ সিং বাহাদুর হাইসকুলের ১০ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন। প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন তিনি। মুর্শিদাবাদ বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বলেছেন,এটা চলতে পারে না, উনি পক্ষপাতদুষ্ট প্রচার করছেন, এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।


আরও পড়ুন, 'এখনই চাকরি যাচ্ছে না প্রায় ২৬ হাজারের', হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ


রায়বুধ সিং বাহাদুর হাইস্কুল প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন বলেন, 'আমি কালকেই জানতে পেরেছি এই স্কুলে আমার ডিউটি। কমিশনের গাড়িতেই আজ ডিউটিতে যোগ দিয়েছি। এটা যারা অভিযোগ করছে তারা বলতে পারবেন এই নিয়ে আমি কোনও মন্তব্য করব না।' অভিযোগ পাওয়ার পর ১০ নম্বর বুথ থেকে রুবিনা খাতুনকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।এদিন ভোটের শুরু থেকেই অশান্ত ছিল মুর্শিদাবাদ। রানিনগরের লোচনপুর ও গোপীনাথপুর ও ডোমকলে ভুয়ো এজেন্ট ধরেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। করিমপুরের শুভরাজপুরে ৩৫ নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।রানিনগরে নজরানা প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ ও ২২৫ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে বাম কংগ্রেসের বিরুদ্ধে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।