মালদা: ৭ মে ভোট ছিল মালদায় (Malda Uttar Constitency)। এদিকে ভোট শেষ হতেই ইভিএমে কারচুপির (EVM Ragging) অভিযোগে সরব মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু (Malda North BJP Candidate Khagen Murmu) । 'ইভিএম ঢোকানো হলেও তালা বন্ধ করা হয়নি স্ট্রং রুম। কারচুপির উদ্দেশ্যেই বন্ধ করা হয়নি স্ট্রং রুম', পরিদর্শনে গিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুর্মুর।এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। জেলাশাসককে ফোনে অভিযোগও করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী। এই বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (TMC Candiadte Prasun Banerjee) ?


কারচুপি করার চেষ্টা করা হয়েছে EVM এ। ভোটের পরের দিন স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে এমনই অভিযোগ তুলেছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী। পাল্টা এই নিয়ে প্রশাসনকেই প্রশ্ন করতে বলেন মালাদা উত্তরের তৃণমূল প্রার্থী।মঙ্গলবারই ভোট হয়েছে মালদা উত্তর কেন্দ্রে। সেই ভোটে বিজেপির টিকিটে লড়েছেন খগেন মুর্মু।আর ভোটের ঠিক পরেরদিনই EVM বদলির চেষ্টার অভিযোগ তুললেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী। বুধবার মালদা কলেজের DCRC সেন্টারে আসেন তিনি। এরপরই অভিযোগ তোলেন EVM কারচুপির। তাঁর অভিযোগ, মালদা কলেজে হবিবপুর, গাজোল, মালদা বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাত ১২টার আগেই পৌঁছে যায়। অথচ রাতে সিল করা হয়নি স্ট্রং রুম। EVM এ কারচুপির অভিযোগ তুলে এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনের ভূমিকায়।


আরও পড়ুন, ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে, BJP-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দেবের
 
খগেন মুর্মু বলেন, এখানকার আমাদের যে স্ট্রং রুম, রাতে তিনটে বিধাসভা ৪৩, ৪৪, ৫০ এই তিনটে বিধানসভার পুরো  EVM এখানে আসা সত্ত্বেও, রাত ২ টোর মধ্য়ে শেষ হয়ে গেছে। সারারাত আমার এখানে ইলেকশন এজেন্ট ছিলেন, ওরা সিল করল না কেন? তার মানে ওপেন রেখে দিল। এখনও পর্যন্ত যে বাকিগুলে আসছে। এখনও. বারোটা সাড়ে বারোটা বাজতে চলল, এখনও EVM আসছে তার মানে রাতে কোথায় ছিল EVM। EVM  পরিবর্তন করার পরিকল্পনা নিয়েছে।মালদা উত্তর তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'উনি কী বলেছেন। ওঁর মতো মানুষ, উনি জানেন না কীভাবে বলব আর কী বলব। ওটা প্রশাসনের কথা প্রশাসন বলবে।' ঘটনায় জেলাশাসকের সঙ্গে ফোনে কথা বলার পর নির্বাচন কমিশনে যাওয়ার কথাও জানিয়েছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।