শিলিগুড়ি: বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক। বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট, তৃণমূলের বিক্ষোভের মুখে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক (BJP Mla)। ঝামেলার খবর পেয়েই শিলিগুড়ির (Siliguri)) বাণেশ্বর মোড়ের বুথে পৌঁছন জলপাইগুড়ির পুলিশ পর্যবেক্ষক। পরিচয়পত্র দেখাতে না পারায় ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল একজনকে। এমন ঘটনায় প্রিসাইডিং অফিসারকে ভর্ৎসনা জলপাইগুড়ির পুলিশ পর্যবেক্ষকের। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও প্রশ্ন।
পোলিং বুথে ঢুকে জলপাইগুড়ির বিশেষ পুলিশ পর্যবেক্ষক জিজ্ঞেস করেন পোলিং এজেন্টদের। দেখতে চান কাগজপত্র। তখন দেখা যায় এক জনের কাছে কোনও কাগজই নেই। তারপর তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন তিনি।
কিন্তু যখন এই ঘটনা ঘটে, তখন ভোট মিটে গিয়েছে। তার আগে দীর্ঘক্ষণ ধরে ওই বুথে ভোট হয়েছে। তখন বিজেপির তরফে একাধিক অভিযোগ করা হয়। ওই এলাকায় দুই দলের লোকজন মুখোমুখি হয়- তখন পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের সরায়। এরপরে পুলিশ পর্যবেক্ষক ওই এলাকায় যান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভোটের আগে ছবি পোস্ট হতেই ভাইরাল! কে ইনি?