World Liver Day 2024 Effects Of Fatty Liver: ২০১০ সালে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যি স্টাডি অব লিভার প্রথম এই দিনটি শুরু করে। তখন থেকেই প্রতি বছর ১৯ এপ্রিল বিশ্ব লিভার দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই বিশেষ দিনটি পালনের একটাই উদ্দেশ্য। শরীরের সবচেয়ে বড় অঙ্গ লিভারকে সুস্থ রাখা। কারণ লিভারের রোগ থেকে আরও নানা রোগ হওয়ার ঝুঁকি থেকে যায়। লিভারের রোগের মধ্যে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফ্যাটি লিভার রোগ। ফ্যাটি লিভার আরও অনেক রোগের মূল। এই নিয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন চিকিৎসক ফর্টিস হাসপাতালের গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট চিকিৎসক দেবাশিস দত্ত।
ফ্যাটি লিভার থেকে আরও বেশ কিছু রোগের আশঙ্কা
ফ্যাটি লিভার মানে যে শুধু লিভারের সমস্যা তা নয়। এর পিছন পিছন আরও নানা সমস্যা দেখা দিতে থাকে। অর্থাৎ একটি অঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এই রোগ। নানা অঙ্গের মধ্য়ে নানা রূপে ছড়িয়ে পড়ে। ফ্যাটি লিভার থেকে যে যে রোগ হতে পারে তাঁর একটি তালিকা দিলেন চিকিৎসক।
- কার্ডিয়োভাসকুলার অর্থাৎ হার্টের রোগের ঝুঁকি বাড়ে।
- উচ্চ রক্তচাপ থাকতে পারে।
- রক্তে সুগার বেড়ে যেতে পারে।
- উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।
- রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়।
- এছাড়াও, ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের সমস্যা হলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটি অনেক পরে ধরা পড়ে। কারণ কিডনির সমস্য় সহজে ধরা পড়ে না।
অর্থাৎ মূলত মেটাবলিক রোগ ও কার্ডিয়োভাসকুলার রোগের ঝুঁকি বেড়ে যায়।
NAFLD থেকে MASLD
ফ্যাটি লিভারের মূল কারণ ওবেসিটি। তবে ফ্যাটি লিভার রোগটির নাম এখন বদলে গিয়েছে। আগে এর নাম ছিল ননঅ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক স্তরে বিজ্ঞানীদের সিদ্ধান্ত অনুযায়ী এর নয়া নাম মেটাবলিক ডিসফাংশনাল অ্যাসোসিয়েটেড স্টিওটোটিক লিভার ডিজিজ। এখানে স্টিওটোটিক মানে ফ্যাটি। তবে এই নামকরণের কারণ শরীরের বেশ কিছু নিয়মে বড় বদল ঘটায় ফ্যাটি লিভার। যার ফলে লিভার ছাড়াও নানা অঙ্গের ক্ষতি হয়।
ফ্যাটি লিভারের সমাধান
চিকিৎসক দেবাশিস দত্ত জানাচ্ছেন, ওজন কমানো সবচেয়ে বেশি জরুরি। পাশাপাশি ডায়েটেও বদল আনতে হবে। চিকিৎসা নানা ধরনের রয়েছে। কিন্তু এই প্রাথমিক জায়গায় বদল আনতে না পারলে এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়া মুশকিল বলেই মনে করেন চিকিৎসক।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Health Drinks: বাজারচলতি হেলথ ড্রিঙ্ক কতটা উপকারী ? বিকল্প কী খাওয়ানো যায় খুদেকে ?