চুঁচুঁড়া : তীব্র গরম। কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতেই চলছে লোকসভা ভোট। চার দফা শেষ হলেও, ভোটের এখনও তিন দফা বাকি। এনিয়ে ফের সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুঁড়ার সভা থেকে একহাত নিলেন নির্বাচন কমিশনকে।


মমতা বলেন, "নির্বাচন কমিশন (Election Commission of India) একটা পুতুল। কলের পুতুল। মোদি ঘোরাচ্ছেন। মোদি ঘোরাচ্ছেন...ঘুরছে। আড়াই মাস ধরে ভোট। দেশে বুঝি কাজ নেই। উন্নয়নের সব কাজ বন্ধ করা আছে। উন্নয়নের কোনও কাজ হচ্ছে না। ভোট করতে গিয়েই যদি ৫ বছরে ১ একবছর সময় চলে যায়, তাহলে ৪ বছরে সময়টা আমরা কোথায় পাব মানুষের কাজ করার জন্য? জিজ্ঞাসা করুন নির্বাচন কমিশনকে। একবারও রোদে এসে দেখেছেন গরমে লোকের কত কষ্ট হয় ? নিজেরা এসি ঘরে বসে আছেন, বুঝবেন কী করে মানুষের কী কষ্ট ? আপনি থাকুন বসে, আমার কোনও আপত্তি নেই। কিন্তু, একবারও মানুষেরটা ভেবেছেন ? শুধু মোদিবাবুকে সুযোগ দেওয়ার জন্য.... । একজন নির্বাচন কমিশনার পদত্যাগ দিয়ে চলে গিয়েছিলেন। বাংলার সঙ্গে অন্যায় করার প্রতিবাদে।"   


এদিকে লোকসভা ভোটের প্রচারে অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। আগের দিনই অমিত শাহ নির্বাচনী সভায় লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এদিন সভা থেকে মমতা বললেন, "১০০ দিনের কাজে টাকা দেয়নি। আমরা বাড়ি করে দেব ১১ লক্ষ। কয়েকদিন আগে বিজেপি নেতা বললেন লক্ষ্মীর ভাণ্ডার ব্নধ করে দেব। আমি বললাম এত সহজ না। তৃণমূল কোনওদিন হারবে না। তোমার ঠাকুরদার ক্ষমতা নেই। সারাজীবন চলবে। এটা তোমাদের নয়। আমাদের। হাত লাগালে খুন্তির, হাঁড়ির খেলা হবে। "   


এদিন ফের মমতার বক্তব্যে উঠে আসে চাকরি প্রসঙ্গ। তিনি বলেন, "কাউকে চাকরি দিলেই চলে যাচ্ছে। বিজেপি চাকরি খেকো বাঘ। আমরা ১০ লক্ষ চাকরি রেডি তৈরি রেখেছি। আমরাও দেখব যাতে চাকরি না যায়।" তিনি আরও বলেন, "বিজেপি বলছে এবার ৪০০ পার, মানুষ বলছে নেহি হোগা ২০০ পার। এবার বিজেপি পগার পার। ইন্ডিয়া জোট, বাংলায় সিপিএম কংগ্রেস আমাদের সঙ্গে নেই। ওরা বিজেপির সঙ্গে আছে। আমরা বাইরে থেকে সব রকম শক্তি দিয়ে দিল্লিতে আমরা একসঙ্গে ইন্ডিয়া জোটকে জেতাব।"


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।