উত্তর ২৪ পরগনা: কিছু আগে আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে মমতার সভা চলাকালীন স্টেজে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তিনি। তখন অপরূপাকে বলতে শোনা গিয়েছিল ' ওরা এভাবেই দলিত তপশিলি ও সংখ্যালঘুদের অপমান করে।' আর এবার ষষ্ঠ দফার ভোটের দিন প্রেক্ষাপট আলাদা হলেও সেই ছায়াই কি ফিরল ? মমতার রোষের মুখে এবার মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামী। এদিন হাড়োয়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হুঙ্কার দিয়ে বললেন, 'পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না।'


এদিন তৃণমূল সুপ্রিমো বলেন,'তৃণমূলের বিধায়ক হয়ে সভায় না আসলে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আপনাকে নিয়ে দল চলবে না। পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না। বিজেপির সঙ্গে যাঁরা আঁতাঁত করে তাঁদের আমরা মানি না', শনিবার, এভাবেই নির্বাচনী সভা মঞ্চ থেকে কড়া ভাষায় মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


বিজেপি মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ  শমীক ভট্টাচার্য বলেন, বিজেপির সঙ্গে অনেকের যোগাযোগ আছে। কতজনকে মুখ্যমন্ত্রী বহিষ্কার করবেন? শনিবার ষষ্ঠদফার ভোট চলাকালীন সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচারে বসিরহাটের তৃণমূল প্রার্থীর প্রচারে হাড়োয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের নির্বাচনী প্রচার সভায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকলেও, গরহাজির ছিলেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল। এরপরেই তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল এবং তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


 মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'হাড়োয়া এবং এই মিনাখাঁয় মনে রাখবেন দল আসল, ব্যক্তি আসল নয়। তৃণমূল কংগ্রেসের MLA থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তাঁর সাথে দলের কোনও সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না।তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায়। আপনাদের মতো লোক চাই না। আপনি আর আপনার স্বামী দলটাকে বেচে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব? না।'


আরও পড়ুন, ভোট শেষের আগেই ঘাটালে বিজয়োৎসব TMC-র, সবুজ আবির মেখে দেবকে নিয়ে উচ্ছ্বাস...


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।