ঘাটাল: লোকসভা ভোটের আজ ছিল ষষ্ঠদিন (Lok Sabha Election 2024)। এদিকে ভোট শেষ হওয়ার আগেই ঘাটালে দেখা গেল বিজয়োৎসব তৃণমূল কংগ্রেসের। সবুজ আবির মেখে, দেবকে মালা পরিয়ে উচ্ছ্বাসে ভাসে দলীয় কর্মীরা।


ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন এবার তৃণমূল প্রার্থী দেব (Ghatal TMC Candidate Dev)। সম্প্রতি কিছুদিন আগে বিমানবন্দরে তাঁকে দেখে বিজেপির তরফে 'জয় শ্রীরাম' স্লোগান উঠলে, তিনি ওই বিজেপি কর্মী সমর্থককে দেখে ক্ষুব্ধ না হয়ে আলিঙ্গন করেন। ভোটের মাত্র দুই দিন আগেও শুভেন্দুর নিশানার পরেও দেবের মুখে হাসি অটুট ছিল। বরং পাল্টা শোনা গিয়েছিল, 'শুভেচ্ছা' বার্তা সবার জন্য।  আর এদিন ভোট শেষের আগে আরও একধাপ এগিয়ে থাকল ঘাটাল । এই লোকসভা কেন্দ্রে সবুজ আবির মেখে দেবকে (Ghatal TMC Candidate Dev) নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। 


চতুর্থ দফার নির্বাচনের পরপরই এমন দৃশ্য দেখা গিয়েছিল বীরভূমের নানুরে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি  কাজল শেখের নেতৃত্বে  তৃণমূলের বিজয় মিছিলেও সেদিন উড়েছিল সবুজ আবির। ৪ জুন লোকসভা ভোটের রেজাল্ট। তার আগেই প্রায় প্রতিটি রাজনৈতিক দলই জানিয়েছে নিজের প্রতিক্রিয়া। প্রায় প্রত্যেকেই আত্মবিশ্বাসী। জয় আসবে এবার তাঁদেরই বলেই দাবি। তবে এখনও কেউ সেভাবে বিজয় মিছিল করে উঠতে না পারলেও এবার বীরভূমের পর  বিজয়োৎসব সাক্ষী হল ঘাটাল লোকসভা কেন্দ্র।



ষষ্ঠদফার ভোটে একাধিক ঘটনার সাক্ষী হল ঘাটাল লোকসভা কেন্দ্র।দফায় দফায় বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কোথাও গাড়ি আটকে বিক্ষোভ, কোথাও গাড়ির সামনে খড় ফেলে আগুন জ্বালানো হয়। অ্যাকশন টেকন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। কেশপুরের মুগবসান এলাকায় হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে চলে চোর চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়,   বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন ১০০ দিনের টাকা চাই, দাবি জানায় উত্তেজিত জনতা ।  CRPF-এর DIG-র সামনেই চলে তাণ্ডব। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যান হিরণ। 


আরও পড়ুন, বাংলার গণতন্ত্রকে খুন করছেন মমতা : গড়বেতাকাণ্ডে বিস্ফোরক মালব্য


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)