কুলটি : পয়লা এপ্রিল থেকে ওষুধের দাম বাড়ার কথা আগেই জানা গিয়েছিল। কেন্দ্রীয় তালিকাভুক্ত প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধির কথা গত মাসে সামনে আসে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, Annual Wholesale Price Index-এর সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্রের এই সিদ্ধান্ত। এবার সেই ইস্যুতে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিঁধলেন কেন্দ্রের মোদি সরকার।
এদিন পশ্চিম বর্ধমানের কুলটির সভা থেকে তিনি সুর চড়িয়ে বলেন, "সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। হার্টের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। চুপিচুপি। রক্তচাপের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু, মোদিবাবু আপনার দাম তো কমে গেছে ! জনতা আপনাকে আর পছন্দ করেন না। "
সবে দ্বিতীয় দফা শেষ হয়েছে। লোকসভা ভোটের এখনও পাঁচ দফা বাকি। ভোট প্রচারের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। রাজ্যে এসে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভার আগাগোড়া বিঁধছেন তৃণমূল কংগ্রেসকে। বাদ যাচ্ছে না কংগ্রেস-বামেরাও। তবে, সন্দেশখালি থেকে শুরু করে চাকরি বাতিলের মতো ইস্যুতে নিশানা করেছেন তৃণমূল সরকারকে।
আগের দিনও মালদার নির্বাচনী সভা থেকে সন্দেশখালি ইস্যু তুলে প্রধানমন্ত্রী বলেন, "সন্দেশখালিতে মহিলাদের ওপর অমানবিক অত্যাচার হয়েছে, কিন্তু তৃণমূল সরকার শেষ পর্যন্ত মূল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছে।"
শুধু তা-ই নয়, এসএসসি দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর প্রথমবার রাজ্য়ে প্রচারে এসে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, "এরা এত বড় শিক্ষা-দুর্নীতি করেছে, ২৬ হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ হয়ে গেছে।"
এদিন কুলটির সভা থেকে পাল্টা সুর চড়ালেন তৃণমূলনেত্রীও। নিশানা করলেন মোদিকে। তাঁর বক্তব্যে উঠে এল ওষুধ-সহ একাধিক জিনিসের দাম বৃদ্ধির কথা। মমতা বলেন, "গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন। আলু-পটল থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন। কেন গরিবকে এত অত্যাচার করেন ? কেন এত মিথ্যা বলেন ? "
এদিকে এদিন ভোটপ্রচারে বেরিয়ে ফের দুর্ঘটনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে যান তিনি। দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। যদিও তারপর কুলটিতে গিয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।