কলকাতা: সব বুথ ফেরত সমীক্ষা ব্যর্থ করে দিয়ে লোকসভা ভোটে বিজেপির একাধিপত্য আটকে গেল। সরকার গঠনের দৌড়ে অবশ্য রয়েছে NDA জোটই। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ধরা হয় ২৭২। এনডিএ জোটের হাতে রয়েছে ২৯৩ আসন। তবে বিজেপি আটকে গেল ২৪১ আসনে (ভোটগণনা এখনও চলছে এবং সংখ্যা বদলাতেও পারে।)। উত্তর প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও অবশ্য প্রত্যাশিত ফল হল না বিজেপির। সবুজ ঝড়ে ম্লান হয়ে গেল গেরুয়া হাওয়া।


I.N.D.I.A জোট সরকার গড়তে পারে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিরোধী জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে, তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল। বাংলায় ২৯টি আসন জেতার পথে তৃণমূল কংগ্রেস। 


তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি কিছু চাই না। চাই সব রাজ্য কেন্দ্রের বকেয়া টাকা পাক। সব বন্ধ কাজ ফিরিয়ে দিক। এজেন্সি দিয়ে আর শাসনব্যবস্থাকে ভয় দেখানো বন্ধ হোক। না হলে হরিয়ানায় যা হয়েছিল, পার্লামেন্টে ঢুকতে দেব না। শুধু টাকার জন্য বিজেপিতে যেও না। ইন্ডিয়ায় যারা যোগ দিতে চায় সকলকে স্বাগত। শুধু সিবিআই, ইডি মামলা এড়াতে মোদির সঙ্গ দেবেন না। দেশ ক্ষমা করবে না।'


বুধবার নয়াদিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠক। পরবর্তী রূপরেখা তৈরি হবে যে বৈঠকে। সেই বৈঠকে কি মমতা যাবেন? বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, 'কাল পারব কি না জানি না। চেষ্টা করব কাউকে পাঠানোর। রিকাউন্টিংও করতে হবে। বিজেপির হাতে তো দেশটাকে ছেড়ে চলে যাওয়া যাবে না। চেষ্টা করব যাতে অভিষেক যেতে পারে। ওর তো দেশে সবচেয়ে বড় ব্যবধানে জয় হয়েছে।' ধোঁয়াশা বজায় রেখেছেন মমতা।                                


যে অযোধ্যায় রামমন্দির তৈরি নিয়ে গোটা বিশ্বে সাড়া ফেলেছিল বিজেপি, সেই উত্তর প্রদেশে হতশ্রী পারফরম্যান্স বিজেপির। মমতা বলেছেন, 'রামমন্দিরের ব্যাপারে কিছু বলব না। নির্বাচন হয়ে গিয়েছে। ওখানকার মানুষ জনমত দিয়ে দিয়েছেন।'        


আরও পড়ুন: অভিনন্দন জানিয়েছি, এখনও ওরা যোগাযোগ করেনি, না করলেও কিছু যায় আসে না, রাহুলকে বিঁধলেন মমতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।