আসানসোল: চতুর্থ দফার ভোটের দিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) জোর নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Midnapore BJP Agnimitra Paul)। তোপের মুখে ফেললেন শত্রুঘ্ন সিনহাকেও (TMC Leader Shatrughna Sinha)। এবার অগ্নিমিত্রার মুখেও শোনা গেল তৃণমূল সরকারের ডেডলাইন।


অগ্নিমিত্রা বলেন, 'এগরাতে মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের, জানানো হয়েছে রানিগঞ্জের আইসি-কে। ২০২৬ সাল পর্যন্ত এই সরকার থাকবে না। আসানসোলের জন্য কোনও কাজ করেননি শত্রুঘ্ন সিনহা।  বাংলায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, একদিনের জন্যও মুখ খোলেননি শত্রুঘ্ন সিনহা। সন্দেশখালির মহিলাদের কুর্নিশ জানাই, তাঁরা দেখিয়ে দিয়েছেন তাঁদের সম্ভ্রম নিয়ে খেলা করবেন না। মহিলাদের সিড়ি হিসেবে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মহিলাদের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে', আক্রমণ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার।


সম্প্রতি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। দাঁতনের কুসমিতে প্রচারের সময় দেখানো হয়েছিল কালো পতাকা।  চক ইসলামপুরে বাইক ‍র‍্যালি করে প্রচারে বের হয়েছিলেন অগ্নিমিত্রা পল। সেই সময়ই অগ্নিমিত্রা পলের প্রচার গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকজন। ১০০ দিনের টাকা না পাওয়া নিয়ে বিজেপি প্রার্থীর বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। 


অপরদিকে, এদিন চতুর্থ দফা ভোটের দিনে, আসানসোল লোকসভা কেন্দ্রে একাধিক বিতর্কিত খবর প্রকাশ্যে এসেছে। ওপরে ঝুলছে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার ছবি দেওয়া পোস্টার। তার নীচে মুড়ি-ঘুগনি বিলি করছেন বিজেপি কর্মীরা। রাস্তার উল্টোদিকে একইভাবে মুড়ি-ঘুগনি বিলোচ্ছে তৃণমূলও। একে অপরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেও, দলের তরফে আয়োজন নয় বলে দাবি করেছে দু’পক্ষই। 


আরও পড়ুন, বাংলায় সকাল ৯ টা অবধি সব মিলিয়ে ভোট পড়ল ১৫ শতাংশ


অন্ডালের বগুলা বাজার মোড়ে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকাল পুলিশ। পাণ্ডবেশ্বরের ভোটার নন, তাই যেতে দেওয়া যাবে না বলে পুলিশের তরফে জানানো হয়। তৃণমূল রিগিং চালাচ্ছে অথচ তাঁকে বেআইনিভাবে আটকানো হচ্ছে, অভিযোগ বিজেপি নেতার। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় জিতেন্দ্র তিওয়ারির।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।