পূর্ব মেদিনীপুর: সকালে যাদবপুরে বামপ্রার্থী সৃজনের রোড শোয়ে ইটবৃষ্টির ছায়া এবার মেদিনীপুরেও। এই কেন্দ্রে ২৫ মে লোকসভা নির্বাচন। এই কেন্দ্রে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়ছেন অগ্নিমিত্রা (Midnapore BJP Candidate Agnimitra Paul)। এদিন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে, জোড়া প্রচার কর্মসূচি মিঠুন চক্রবর্তীর। প্রথমে মেদিনীপুর শহরে রোড শো, এরপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা করবেন মিঠুন। আর এর মাঝেই বিপত্তি। মেদিনীপুর শহরে মিঠুনের রোড শো ঘিরে আচমকাই উত্তেজনা তৈরি হয় (Mithun Chakraborty Road Show Chaos )। 'পুলিশের সামনেই' মিছিলে ইট, প্লাস্টিকের জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।


গলির ভিতর থেকে উড়ে আসছে একের পর এক জল ভর্তি বোতল। অভিযোগ, ছোড়া হয় ইটও।পুলিশের সামনেই মিঠুন চক্রবর্তীর রোড শোতে এভাবেই উত্তেজনা ছড়াল মেদিনীপুরে। আর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বারবার মাইকে প্রচার করতে শোনা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে।রোড শোয়ে থাকাকালীন অগ্নিমিত্রা পাল অনুরোধ জানিয়ে বলেন, এগুলো করো না। এগুলো করো না। বোতল ছুড়ো না। এগিয়ে চলো, এগিয়ে চলো..'। এরপরই গলির দিকে ধেয়ে যান বিজেপি কর্মীরা। যার জেরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।


 মঙ্গলবার মেদিনীপুরে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী। মিছিল মেদিনীপুর শহরের বাটার মোড়ের কাছে পৌঁছতেই তাল কাটে। বিজেপির অভিযোগ, পাশের এই গলি থেকে এভাবেই একের পর এক বোতল ছোড়েন তৃণমূলের কর্মীরা। পাল্টা, বোতল ছুড়তে দেখা যায় বিজেপি কর্মীদেরও। একটা সময়, গলির ভিতরের দিকে ধেয়ে যায় বিজেপির কর্মীরা। হাতে কন্যাশ্রী-যুবশ্রীর প্ল্যাকার্ড হাতেও বিক্ষোভ দেখাতে দেখা যায় কয়েকজনকে।


আরও পড়ুন, শুধুমাত্র হিন্দু নয়, সবার ভোট পাবেন BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় : শুভেন্দু অধিকারী


এক বিজেপি কর্মী বলেন,পুলিশ প্রশাসন দেখে মজা লুঠছে এখানে। কালো পতাকা দেখানো হয়েছে।মিছিল চলাকালীন ওরা প্রতিবাদ করছে কন্যাশ্রী-যুবশ্রী নিয়ে। তারপর ইট ছোড়াছুড়ি আরম্ভ করে দিয়েছে এরা। ইট ছুড়েছে, বোতল ছুড়েছে সব, তারপর পালিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, রীতিমতো হিউম্যান শিল্ড করতে হয় মিঠুর চক্রবর্তীর নিরাপত্তারক্ষীদের। পরে, বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।