সুনীত হালদার, উলুবেড়িয়া: উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) ভোট-পরবর্তী অশান্তি। গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বোমাবাজি। 


তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ: ভোট মিটতে না মিটতেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট-পরবর্তী অশান্তির খবর। গতকাল রাত ৩টে নাগাদ উলুবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দুয়ারি পাড়ায় এই ঘটনা ঘটে। তৃণমূল কর্মী তন্ময় পুরকায়স্থর বাড়ির দরজায় বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক কর্মীর বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বোমাবাজি, পাল্টা দাবি বিজেপির।  


ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তি: গতকাল পুলিশের সামনেই বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের। ঘটনাটি ঘটে কানপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াদহ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ নম্বর বুথে। কংগ্রেস প্রার্থী অভিযোগ করেন, বারবার বুথ বার করে দেওয়া হয় তাঁর এজেন্টকে। বুথে গেলে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাতাহাতি বেধে যায়। নিজেকে বাঁচাতে বুথের মধ্যে আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী।উলুবেড়িয়া লোকসভার আমতার দেবগ্রামে বিজেপির বুথ সভাপতিকে না পেয়ে, ভোটের আগের রাতে তাঁর ভাইপোকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী প্রবীর রঙকে নার্সিংহোমে ভর্তি করা হয়। বাগনান থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রবীরের কাকা অর্জুন রং বিজেপির বুথ সভাপতি। হামলা-যোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।


অন্যদিকে, ভোটের পর ভাটপাড়ায় অশান্তি। ৩টি ওয়ার্ডে বিজেপির পোলিং এজেন্ট ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত কর্মীদের দেখতে ভাটপাড়ায় যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এক কর্মীকে অ্য়াম্বুল্যান্সে তুলে হাসপাতালেও পাঠান। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট শেষ হতেই ভাটপাড়া পুরসভার ৯, ১৬ এবং ২২ নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট ও কর্মীদের মারধর করে তৃণমূলের লোকজন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Mamata Banerjee: সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতার মন্তব্য, সরব বিশ্ব হিন্দু পরিষদ