মেদিনীপুর : ভোটপর্ব মিটে গিয়েছে।  বর্ধমান - দুর্গাপুর থেকে ঘরে ফিরেছেন মেদিনীপুরের ভূমিপুত্র, এখানকার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। ফের সকাল সকাল  চা-চক্রে তিনি।  দলীয় কর্মীদের সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আড্ডা। সেই সঙ্গে নিমতলা চকে কর্মীদের জন্য স্বল্প সময়ের বক্তৃতা। তারপর সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ফের বিরোধীদের করলেন অল আউট অ্যাটাক। 


রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্য়াসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূলনেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য় রাজনীতিতে এখন বিতর্কের ঝড় । সোমবার মুখ্যমন্ত্রী এনিয়ে ব্য়াখ্য়া দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। এদিন রাজ্য়ে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার সেই ঘটনায় শানিত আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বলেন, 'মুখ্যমন্ত্রী প্রথম দফা থেকেই হারতে শুরু করেছেন। ওদের সিট কমছে আমাদের সিট বাড়ছে। তাই ওঁর টেনশন বাড়ছে। আগে বিজেপি নেতানেত্রীদের গালাগাল করতেন, এরপর ইভিএমকে গালাগাল করতেন, এখন ধর্ম প্রতিষ্ঠানকে গালিগালাজ করছেন। সাধু সন্ততিদের অপমান করছেন।' 


সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে কমিশন। এসপি পদ থেকে সরানো হয়েছে ধৃতিমান সরকারকে। নির্বাচনের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন পদে তাঁকে বদলি করার নির্দেশ দেয় কমিশন।  প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকেই এক বিজেপি নেতাকে নগদ সহ ধরে পুলিশ। পুলিস সুপারকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।  পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে  দিলীপ বলেন, "আপনারা জানেন এই পুলিশ অফিসার যবে থেকে এসেছে, আমি তার বিরুদ্ধে সবথেকে বেশি বলেছি। কারণ আমি তার সম্বন্ধে সব কিছু জানি। তার ইতিহাস ভূগোল সব জানি। তিনি এক নম্বরের চামচা, অনুগত। চামচাদের বসিয়ে রেখে ভোট করাতে চাইছিলেন। ইলেকশন কমিশন এটা করতে দিতে চাইনি। এইজন্য অভিষেকের খুব কষ্ট হয়েছে।' 


আরও পড়ুন :


জগন্নাথদেবকে নিয়ে বিরাট ভুল ! বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সম্বিত, প্রায়শ্চিত্ত করতে ৩ দিন রাখছেন উপবাস 


 দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র মেদিনীপুর। এবার তিনি লড়েছেন বর্ধমান - দুর্গাপুর থেকে। কিন্তু মেদিনীপুর তাঁর মনে। বললেন, 'মেদিনীপুরের ছেলে আমি। মিস করব কেন? আমাকে কে আটকাবে? আমি এসেছি আমার কর্মীদের সঙ্গে দেখা করতে। প্রচার করার জন্য মোদিজি আসছেন, অমিত শাহ আসছেন, সুকান্ত বাবু আসছেন, শুভেন্দু বাবু আসছেন, মিঠুন দা আসছেন। আপনারা ক'দিন আমার ভাষণ শুনেছেন? আমি এখানে MLA জিতেছিলাম ভাষণ না দিয়ে, MP জিতেছিলাম ভাষণ না দিয়ে, বর্ধমানও জিতব ভাষণ না দিয়ে, মেদিনীপুরও জিতবে আমি ভাষণ না দিলেও।"