আবীর দত্ত, রানিনগর, মুর্শিদাবাদ: তৃতীয় দফায় সকাল থেকেই মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের একাধিক এলাকা থেকে অশান্তির অভিযোগ সামনে এসেছে। ডোমকল থেকে রানিনগর একাধিক বুথে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কখনও সিপিএমের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ এসেছে সামনে। কখনও ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের দিকেই উঠেছে অভিযোগ। রানিনগরের লোচনপুরে আবার সিপিএম-এর পোলিং এজেন্টকে বের করে ওই নথি নিয়ে তৃণমূলের (TMC) তরফে ভুয়ো এজেন্ট দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই রানিনগরেই দেখা গিয়েছে উল্টো ছবিও। জোটের কর্মী-সমর্থকদের বিরুদ্ধেই তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এমনকী ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া-ভয় দেখানোর অভিযোগও উঠেছে।


মুর্শিদাবাদের রানিনগরের নজরানা এলাকায় উলটপুরাণ। নজরানা প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ ও ২২৫ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর সেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে জানিয়ে কাজ হয়নি বলেও অভিযোগ।


ভোট (Lok Sabha Election 2023) দিতে গিয়ে মাঝরাস্তা থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারীরা। কিন্তু তাঁদের দাবি, সুরক্ষা দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। তাদের হাতে এত লোকবল নেই যে রাস্তায় সুরক্ষা দেওয়া যাবে- এমনটাই নাকি জানিয়েছে পুলিশ। তারপরে রানিনগর ২ নম্বর ব্লকের BDO কৃষ্ণনির্মল ভট্টাচার্যর কাছে ক্ষোভ উগরে দেন তৃণমূলের ভোটাররা। BDO-র সামনেই বিস্ফোরণের শব্দ, বোমা পড়ছে বলে অভিযোগ ভোটারদের। এরপর বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় আসে। প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয় কারা ভোট দিতে যেতে পারেননি। তাঁদের ভোট দিতে যাওয়ার জন্য বলা হয়।


এক গ্রামবাসীর অভিযোগ, 'ভোট দিতে পারেনি। জোটের লোক রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে।' এর আগের ভোটেও নাকি এমনটাই হয়েছে বলে অভিযোগ তাঁর। প্রায় একই অভিযোগ করেছেন আরও কিছু গ্রামবাসী। তাঁদের দাবি, ভোট দিতে যাওয়ার সময় মারধর করা হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে। তার জন্য়ই ভয়ের চোটে তাঁরা ভোট না দিয়ে ফিরে এসেছেন বলে অভিযোগ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: CBI-এর হাত থেকে মন্ত্রিসভা বাঁচানোই লক্ষ্য রাজ্যের? ঠিক কী হল শুনানিতে?