নয়াদিল্লি: দীর্ঘ সাত দফার ভোটে আজ পড়ল যবনিকা। গুরুদায়িত্ব তাঁর কাধে। দলের এবং দেশের। প্রথম দায়িত্বটা চিরকালীন। তবে দ্বিতীয়টা দেশ কী চায়, তা জানা যাবে ৪ তারিখ। অন্তিম দফার আগেই তিনি জানিয়েছিলেন, ১ জুন সপ্তম দফার দিনে কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন। কথা মতোই কাজ। একের পর এক সভা, রোড শোয়ের পর তিনি আজ বসছেন মেডিটেশনে।
কন্যাকুমারী থেকে নিজের অভিজ্ঞতার কথা জানালেন প্রধানমন্ত্রী
১ তারিখ থেকে প্রায় তিনদিন থাকার কথা সেখানে প্রধানমন্ত্রীর। তবে এর সঙ্গে ভোটের কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছিলেন তিনি। আজ বিকেল গড়িয়ে সন্ধ্যা, সোশ্যালে চারিদিকে ভরে উঠেছে সম্ভাব্য ভোট নিয়ে আলোচনায়। ঠিক এমন সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Union Minister Nirmala Sitharaman), দেশবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর নিজে হাতে লেখা অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন।
'আমার সৌভাগ্য, এই পবিত্র স্থানে ধ্যানের সুযোগ পেয়েছি..'
সাদা পাতায় চারিধারে মার্জিন কাটা। ৫১ নং পাতা। নিচে সই করা রয়েছে আজকের তারিখ দিয়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এনআইআই সংবাদ সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর লেখা সেই পাতা শেয়ার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী লিখেছেন যে, আমার এটা পরম সৌভাগ্য যে, এত বছর পর আমি, স্বামী বিবেকানন্দের এই পবিত্র স্থানে ধ্যান করার সুযোগ পেয়েছি। ভারত মায়ের পায়ের কাছে বসের জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি।'
আরও পড়ুন, 'পরের বছর আর থাকব কিনা..', হুইলচেয়ারে এসেও ভোট দিতে পারলেন না ৯২-এর মায়ালতা রায়
৩০ মে সন্ধে থেকে ১ জুন সন্ধে অবধি ধ্য়ান মণ্ডপমে কাটাবেন প্রধানমন্ত্রী। যেখানে একসময় ধ্য়ানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। ২০১৯-এর লোকসভা নির্বাচন চলাকালীনও, শেষ দফার ভোটগ্রহণের সময় নরেন্দ্র মোদি কেদারনাথ সফরে গিয়ে, সেখানকার গুহায় ধ্য়ানে বসেছিলেন। এবারও শেষ দফার ভোটের সময় তিনি ধ্য়ানে বসলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।