কলকাতা: দক্ষিণ দমদম পুরসভায় ১৪ নম্বর ওয়ার্ডে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে গেলে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা। পুলিশের সঙ্গেও তর্কাতর্কি সিপিএম প্রার্থীর। অন্তিম দফায় উত্তেজনা দমদম লোকসভা কেন্দ্রে।


বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সুজন, গোব্যাক স্লোগান


 একাধিক জায়গায় বুথ জ্যাম, ভুয়ো ভোটার সহ একাধিক অভিযোগের খবর পেয়ে, সেখানে যান এদিন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। কিন্তু তাঁকে ঘিরে দফায় দফায় অশান্তির অভিযোগ ওঠে।তিনি এদিন সোদপুরের মুড়াগাছার কাছে এজেন্ট বসাতে গিয়েছিলেন। এজেন্টকে সারারাত ঘেরাও করে রাখা হয়েছিল বলে অভিযোগ। এবং ওই এজেন্টকে যখন বসাতে যান তখন গোব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এর পরবর্তী সময়ে দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নং ওয়ার্ডে যখন তিনি পৌঁছন, সেখানেও মহিলা এজেন্ট তাঁকে অশ্রাব্য ভাষায় কথা বলেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, দুর্ব্যবহার করে বার করে দেওয়া হয় বলে অভিযোগ।


কী অভিযোগ সুজনের ?


এরপরেই সুজন চক্রবর্তী সেখানে প্রচুর মানুষের জমায়েত দেখেন। তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন বামেদের এই বর্ষীয়ান নেতা। তাঁরা প্রথমেই নিজেদের ভোটার বলে দাবি করেন। কিন্তু কেউ ভোটার কার্ড দেখাতে পারেননি। সেই নিয়ে তাঁদের সঙ্গে তুমুল বচসা হয়। সেখানেও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর অভিযোগ, তিনি থানায় অভিযোগ জানানোর প্রায় ৪০ মিনিট পর পুলিশ ওই কেন্দ্রে আসে। এবং পুলিশ এসে সুজন চক্রবর্তীকে, স্পষ্ট জানায় যে, এখানে ভুয়ো ভোট হতেই পারে না। এনিয়েও তৈরি হয় তুমুল বচসা। 


আরও পড়ুন, ফিরল মহিলাদের আন্দোলনের ছবি, জ্বলল আগুন, অশান্তির অন্তিম দফা সন্দেশখালিতে..


এই প্রথম দক্ষিণ ২৪ পরগনার বাইরে থেকে ভোটের লড়াইয়ে সুজন চক্রবর্তী। বাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বায়োমেডিক্যালের গবেষক সুজন চক্রবর্তী। প্রথমবার বিধায়ক হন ১৯৯৮ সালে। সেবার উপনির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে হারিয়ে বারুইপুর কেন্দ্র থেকে জয়ী হন। ২০০৪ সালে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণা বসুকে হারিয়ে সাংসদ হন সুজন চক্রবর্তী। ২০০৯-এ কবীর সুমনের কাছে হারলেও, ২০১৬-র বিধানসভা ভোটে কামব্যাক করেন তিনি। ২০২১-এর বিধানসভা ভোটে হারের পর এবার ফের লোকসভার লড়াইয়ে সুজন চক্রবর্তী। ২০০৯ থেকে পর পর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের সৌগত রায়। এবার কি সেই রেকর্ডে চিড় ধরাতে পারবেন সুজন? উত্তর মিলবে ৪ জুন। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।