কলকাতা: সবে গত শনিবার শেষ হয়েছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এদিকে ভোট মিটতেই ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। নিউটাউনের সুলংগুড়িতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে।


তৃণমূল কর্মী অনুপ বিশ্বাসের অভিযোগ, গতকাল রাতে কাজ থেকে ফেরার সময়, সুলংগুড়ি দক্ষিণপাড়ায় তৃণমূল পার্টি অফিসের সামনেই তাঁর বাইক আটকে মারধর করা হয়। অভিযুক্তরা জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামী বলে আক্রান্তের দাবি। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


সম্প্রতি আমডাঙায় প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের কোন্দল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের, প্রধানের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পঞ্চায়েতের তৃণমূলে সদস্য় এবং তাঁর দলবলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের অনুগামীরা।  


২০ মে ষষ্ঠ দফায় ভোট হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার পাঁচ দিনের মধ্যেই ওই কেন্দ্রের অন্তর্গত আমডাঙায় প্রকাশ্যে এসেছিল তৃণমূলের কোন্দল। মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছিল ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। মারধর করে তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত প্রধান। তাঁর অভিযোগ ছিল,উপপ্রধান-সহ পঞ্চায়েতের কয়েকজন সদস্য় সময়ে অসময়ে টাকার দাবি করেন। পঞ্চায়েতে ভাঙচুর চালান। তার বিরোধিতা করাতেই মারধর করা হয়েছে। 


আরও পড়ুন, বাংলার ১৪ জেলায় কমল পেট্রোলের দর, কলকাতা-সহ দেশে জ্বালানির দর কত ?


অপরদিকে, ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ উঠেছিল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কয়েক দিন আগে খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের অনুগামীদের বলে পরিচিত উখরিদের তৃণমূল অঞ্চল সভাপতি হবিবুর রহমান ও তাঁর দলবলের সঙ্গে গন্ডগোল হয় খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের অনুগামীদের। তারপর থেকেই এলাকার দখল নেওয়ার চেষ্টা চালায় দু'পক্ষ। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।