কলকাতা: উত্তরবঙ্গ পেরিয়ে দক্ষিণবঙ্গে ভোট ঢুকতেই অশান্তির ছবি দেখল বাংলা। সকাল থেকেই একাধিক জায়গায় বিরোধী দলের এজেন্টরা আক্রান্ত হওয়ার অভিযোগ এল। কোনও বিরোধী দলের প্রার্থীকে ঘিরে দেখানো হল বিক্ষোভ। একাধিক জায়গায় ধরল রক্তও। বিরোধী দলের একাধিক নেতা-কর্মীকে পুলিশের সঙ্গে বচসা করতে দেখা গেল। পুলিশকে সামনে দেখে ক্ষোভ উগরোতে দেখা গেল সাধারণ ভোটারদেরও।  


বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বচসা হয় পুলিশের। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। সিপিএম কর্মীর মাথা ফেটেছে। ভোট ঘিরে দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। এখানেই শেষ নয়, বিজেপির পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে। বড়ঞাতে তৃণমূল কর্মীকে চড় মারতে দেখা গেল পুলিশকে। এমন ভাবেই দিকে দিকে অশান্তির ছবি দেখা গিয়েছে।


সোমবার যে ৮ টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, তার মধ্য়ে ৫টিই ছিল তৃণমূলের দখলে। উত্তরবঙ্গে ভোটপর্ব মোটের উপর শান্তিতে মিটলেও,দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই ফিরল পুরনো ছবি। হাসনে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফেটে যায়। নাকাশিপাড়ায় সিপিএম কর্মীর রক্ত ঝরতে দেখা যায়। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। 


দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, 'আমাদের কর্মীকে মারধর করেছে। কর্মীরা আক্রান্ত হয়েছে। ভোট দিতে দিচ্ছে না। থ্রেট করা হচ্ছে। বাইক বাহিনী ঘুরছে। এখানে শেখ শাহজাহানের বাহিনী ঘুরে বেড়াচ্ছে।' পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি।' অন্ডালে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকায় পুলিশ। এদিন বিকেলে নিজের বাড়ির সামনে রেল কলোনিতে কয়েকটি বুথে যান জিতেন্দ্র তিওয়ারি। সেখানেও তাঁকে আটকায় পুলিশ। শেষে অবশ্য় তৃণমূলের ক্যাম্প অফিসে গিয়ে কোল্ড ড্রিঙ্কস ও মিষ্টি খেয়ে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। 


বীরভূম লোকসভা কেন্দ্রের হাসনে সাহাপুর গ্রাম পঞ্চায়েতে, ২৩৮ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টকে মেরে, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্টে তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফেটে যায় এক সিপিএম কর্মীর। রক্ত ঝরেছে কৃ্ষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়াতেও। এখানেও আক্রান্ত হন এক সিপিএম কর্মী। ওই লোকসভা কেন্দ্রেই দাদুর হয়ে নাতির ভোট-এর ঘটনাও দেখা যায়। যেখানে দাদুর নামই বলতে পারেননি নাতি। তেহট্টের ফাজিলনগর উচ্চ বিদ্যালয়ে এমনই ভুয়ো ভোটার ধরেন কৃষ্ণনগর লোকসভার সিপিএম প্রার্থী SM সাদি। চাপড়া, তেহট্ট এলাকাতেও অশান্তির অভিযোগ এসেছে। 


বহরমপুরের বড়ঞায় কংগ্রেসের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে অভিযোগ পেয়েই এলাকায় যায় পুলিশ। বুথের বাইরে ঘোরাফেরা করা একজনকে চড় মারতে দেখা যায় পুলিশকে, তারপর লাঠির বাড়ি মারতে মারতে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কর্মী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'তারকা' প্রার্থী দেখেই পকেট থেকে বেরোল মোবাইল! শাসক-বিরোধী মিলে দেদার সেলফি