সমীরণ পাল, বসিরহাট : সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর সাড়ে চার মাস কেটে গেছে । প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপ-জনপদ। মহিলাদের ওপর নির্যাতন, , জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। লাঠি-ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় নেমেছে। আগুন জ্বলেছে। কলকাতা থেকে মেরেকেটে ৭৫ কিলোমিটার দূরে থাকা এই সন্দেশখালিই এবার বাংলার ভোটে অন্যতম প্রধান ইস্যু। ভোটের ঠিক আগেই ফের শিরোনামে সন্দেশখালি। আবারও অশান্তি। আবারও উত্তেজনা। আবারও বেড়মজুরে মহিলাদের প্রতিরোধ। 


ভোটের আগের রাতে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। ফের একবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন গ্রামবাসীরা। পাল্টা টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল।  
বিজেপির এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। বেড়মজুরে ফের লাঠি-ঝাঁটা নিয়ে রাত - পাহারা দেয় গ্রামবাসীরা গ্রামবাসীদের। 


শুভেন্দু, অমিতের ট্যুইট - বার্তা 
এই বিষয়ে ইতিমধ্যেই কড়া বার্তা এসেছে বিজেপির তরফে। 'ভোটের আগে সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা। চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালির মহিলাদের, তাঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন।
শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ' , এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর । 


'মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেড়মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে', এক্স হ্যান্ডলে পোস্ট  করেছেন অমিত মালব্য়। 


প্রেক্ষাপট
অন্যদিকে এই বসিরহাট লোকসভা কেন্দ্রেই বসিরহাটের একটি আবাসন থেকে ১৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় ৬ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। 


আজ শেষ দফার ভোট। বাংলার ৯ আসনে নির্বাচন। ভোটগ্রহণ হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাতেও ভোট, যাদবপুর, জয়নগর, মথুরাপুরে। সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে। সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট গ্রহণ হবে। সপ্তম দফায় স্পর্শকাতর বুথের সংখ্যা  ৩ হাজার ৭৪৮। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন  করা হয়েছে। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কমিশন। বসিরহাটে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৭৫ মোতায়েন রয়েছে। 


 


আরও পড়ুন : 


১ ঘণ্টায় ক্যাশলেস চিকিৎসা!আর? স্বাস্থ্যবিমা নিয়ে নয়া নিয়মে আপনার কী কী সুবিধা? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে