কলকাতা: আজ অন্তিম দফা ভোট (Lok Sabha Election 2024 )। গতকাল থেকেই আকাশে সারি সারি মেঘ। হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল, আজ গোটা রাজ্যেই বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে শুধু আজই নয়, আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update), স্পষ্ট ভাষায় জানিয়েছে, ৬ জুন অবধি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এরই সঙ্গে কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। বাংলায় বর্ষা ঢুকছে কবে ? সবই জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ সপ্তম দফা ভোটের দিনে কেমন থাকবে আবহাওয়া ? চলুন জেনে নেওয়া যাক।
আজ নিয়ে আগামী ৬ দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ শনিবার এবং আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। ৩ জুন থেকে ৬ জুন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। কিছুদিনের মধ্যেই বাংলায় আগমনের অপেক্ষা। এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে পূর্বাভাস। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে।
অন্যদিকে, আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। এর মধ্যেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বাংলায় পা রাখতে চলেছে বর্ষা।
আরও পড়ুন, 'আগের পাপের ফল ভোগ করতে হচ্ছে..', শিলিগুড়ির পানীয় জল দূষণে কাকে নিশানা মেয়র গৌতমের ?
প্রসঙ্গত, শুক্রবার থেকে বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনায় একাধিক বুথের সামনে জমেছে জল। এমনকী বাঁকুরায় (Bankura) বজ্রাঘাতে মৃত্য়ু হয়েছে দুজনের। পাশাপাশি বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। রাজ্য়ের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে ব্য়হত হয়েছে যান চলাচল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।