কলকাতা: 'বাংলাতেই সবচেয়ে ভাল ফল করবে বিজেপি', এদিন অশোকনগরের সভা থেকে ভবিষ্যতবাণী করেছেন প্রধানমন্ত্রী মোদি। এদিকে বিকেল পেরোতেই বেহালার সভা থেকে হুঙ্কার এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee Attacks PM Modi)। স্পষ্ট বললেন, 'মোদি আর ফিরবে না ক্ষমতায়।'


নরেন্দ্র মোদিকে হয়তো আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী : মমতা


প্রসঙ্গত, একুশের নির্বাচনী প্রচারে (WB Assembly Election 2021) বাংলায় এসে তাঁর মুখে বারবার শোনা গিয়েছিল ডবল ইঞ্জিন সরকারের কথা। ছাব্বিশ অবধি পৌঁছবে না তৃণমূলের সরকার সম্প্রতি এমন ভবিষ্যতবাণীও করতে শোনা গিয়েছে। এদিন এবার একাহাত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদিকে হয়তো আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী।' তীব্র আক্রমণ শানিয়ে মমতার সংযোজন,' বাংলার উন্নয়ন দেখতে পায় না হিংসুটেরা।' 


তুষ্টি করণের রাজনীতি করতে সিএএ-র বিরোধীতা করছে তৃণমূল : মোদি


এদিন রাজ্যে মোদি এসে বলেন, 'তুষ্টি করণের রাজনীতি করতে সিএএ-র বিরোধীতা করছে তৃণমূল। সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল। দেশে বহু মানুষ নারিকত্ব পেয়ে গেছেন। কারুর থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়নি। নাগরিকত্ব দিয়ে তাদের ভাতর মায়ের সন্তান বানানো হয়েছে। এই নাগরিকত্ব দিচ্ছে দেশের সংবিধার। পৃথিবীর কোনও শক্তি মোদির সংকল্পকে আটকাতে পারবে না।' 


পাল্টা মমতা


ওদিকে সম্প্রতি মমতা বলেছিলেন,আমি মোদিবাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, চোর বিজেপিকে, সাথে ওদের বন্ধু সিপিএম, কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভাগাভাগি করে, তাদের বলে যাচ্ছি, NRC হবে না, CAA করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, OBC-দের রিজার্ভেশন কাড়তে দেব না।  আমরা আইন অনুযায়ী করেছি, আইন অনুযায়ী চলব। কোনও ক্ষমতা নেই।


আরও পড়ুন, 'বাংলার ফল' নিয়ে মোদির ভবিষ্যতবাণীর পর চরম কটাক্ষ কুণালের, বললেন..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।