কলকাতা: শেষ দফা ভোটের (Lok Sabha Election) আগে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি (Narendra Modi)। সেই সভাতে উপস্থিত ছিলেন বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী (BJP) রেখা পাত্র (Rekha Patra)। বঙ্গ রাজনীতিতে তিনি এখন 'বিতর্কিত' এক মুখ। সন্দেশখালি ইস্যু থেকে ভাইরাল ভিডিওতে রেখা পাত্রর উপস্থিতি- এসব নিয়ে জলঘোলা কম হয়নি। সেই সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে এবার মোদির সভামঞ্চ থেকেই চরম বার্তা দিলেন রেখা পাত্র।

  


এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, 'এই বিজেপি পরিবারই আমার পরিবার। আমার নামে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, সেটা যে মিথ্যে তা আপনারা এখন সবাই জানেন। আমি ২০০০ হাজার টাকায় কারও কাছে বিক্রি হয়নি। আরও হবও না। আপনাদের এই বোন আজীবন আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গেই থাকবে। প্রধানমন্ত্রী মোদিজিকেই ফের ফেরত আনব, এই গ্যারান্টি আজ সভা থেকেই দিয়ে যাব আমরা।' 


কেন ২০০০ টাকার প্রসঙ্গ তুললেন রেখা পাত্র? 


সন্দেশখালিকাণ্ডের সময়ই রেখা পাত্রর বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছিল তৃণমূল। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেন, স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট করে রাজ্য সরকারের সুবিধা নিচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ ছিল। যদিও 'সোশাল সাইটে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে। মোবাইল ফোন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, সবকিছু প্রকাশ করে দেওয়া হয়েছে' এই অভিযোগে জাতীয় এসসি কমিশনে অভিযোগ করেছিলেন রেখা পাত্র। 


রেখাকে ফোন করেছিলেন মোদিও


বসিরহাট কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর রেখা পাত্রকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি। তিনি ফোনে বলেছিলেন, 'রেখাজি, সন্দেশখালিতে আপনি এত বড় লড়াই লড়েছেন, আপনি একজন শক্তিস্বরূপা। আপনি এত শক্তিশালী লোককে জেলে পাঠিয়ে দিয়েছেন। আপনি ভাবতে পারছেন আপনি কত বড় সাহসিকতার কাজ করেছেন? '                                             


প্রধানমন্ত্রীর ফোনের পরে রেখার সমর্থনে আওয়াজ তুলেছিলেন সন্দেশখালির মহিলা আন্দোলনকারীরা। তা দেখে ভোটে গেরুয়া সুনামির হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 


আরও পড়ুন, সপ্তম দফার আগে মিশন কলকাতা, বিকেলে শহরের বুকে মেগা রোড শো মোদির, কোন পথে এগোবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে