অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ভোটের দিন (Lok Sabha Election 2024) আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ (Jhargram BJP Candidate Pranat Tudu)। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় (Non Bailable Cases) মামলা দায়ের করা হয়। শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলে খবর। ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী, ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তা রক্ষীও। এতেই শেষ নয়। অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। আবার ওই দিনই প্রণতের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থীর। 


যা জানা গেল...
প্রণতের দাবি, গড়বেতা বিধানসভার অন্তর্গত যে ২০০ নম্বর বুথ রয়েছে, সেখানে, ভোটের দিন, প্রার্থী হিসেবে পরিদর্শনে গিয়েছিলেন। তাঁর সঙ্গে সিআরপিএফ জওয়ানরাও ছিলেন। তাঁর কথায়, 'আমরা তো আক্রান্ত হয়েছিই, তার উপর আবার আমাদের বিরুদ্ধে মামলা করছে। এখান থেকে বোঝা যাচ্ছে, পুলিশ প্রশাসনের একাংশে কী ভাবে শাসক দলের হয়ে কাজ করছে।' নির্বাচন কমিশনের পাশাপাশি জেলাশাসককেও বিষয়টি জানানো হয়েছে বলে বক্তব্য তাঁর। অভিযোগ হয়েছে পুলিশেও। এবার তাঁদের বিরুদ্ধেই জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ।


ফিরে দেখা...
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ঝাড়গ্রামের গড়বেতা। অভিযোগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফেটে যায় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নিরাপত্তা রক্ষীর। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ। সেদিনের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্য়ম। ভাঙচুর চালানো হয় এবিপি আনন্দের গাড়িতেও। সেই এবিপি আনন্দের গাড়িতে উঠেই নিজেকে বাঁচান সিআইএসএফের এক জওয়ান। স্থানীয় সূত্রে শোনা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই ধুন্ধুমার বাধে  গড়বেতায়। প্রণত টুডু গড়বেতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। উত্তেজনা এমন পর্যায় পৌঁছে যায় যে তৃণমূলের লোকেরা লাঠি ও লোহার রড নিয়ে তাড়া করেন প্রণত টুডুকে। বুথের ৫০ মিটার মধ্যে তাঁকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাশাপাশি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়িও। 


 


আরও পড়ুন:‘জগন্নাথের রত্নভাণ্ডারের চাবি কোথায় গেল’? কোনও রাখঢাক নয়, পুরীতে নবীনকে আক্রমণ মোদির