পূর্ব বর্ধমান: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় ২৭ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে গিয়ে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিচ্ছেন প্রিসাইডিং অফিসার। খবর পেয়ে ওই বুথে যান রাজ্যের মন্ত্রী ও স্থানীয় তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ। তাঁর কাছে ক্ষমা চান প্রিসাইডিং অফিসার। ওই প্রিসাইডিং অফিসারকে সরানোর দাবি জানিয়েছেন স্বপন দেবনাথ। 


অপরদিকে, বুথের ১০০ মিটারের মধ্যে ভোটারদের জন্য মুড়ি-আলুর দম খাওয়ানোর ব্যবস্থা তৃণমূলের। জমিয়ে চলছিল রান্না। বাদ সাধল পুলিশ। তুলে দেওয়া হল ক্যাম্প অফিস। অভিযোগ, মেমারির নিমোতে ১৩৬ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিসের মধ্যে ভোটারদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রতিবারই ভোটের সময় খাওয়ানোর ব্যবস্থা থাকে, ভোট শান্তিপূর্ণভাবেই হয়, দাবি তৃণমূলের।


ভোট দেওয়া আটকাতে ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান-পূর্ব লোকসভার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাটের নিচু চাপাহাটি এলাকার ঘটনা। কর্মীদের নিয়ে রাত সাড়ে ১১টা নাগাদ নাদনঘাট থানায় অভিযোগ জানাতে যান বর্ধমান-পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, বিজেপিই উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে। তৃণমূলের তরফেও পতাকা ছেঁড়ার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। 


ভোটের প্রথম ৪ ঘণ্টায় হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। আসানসোলে বুথে যেতে জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) বাধা দেওয়ার অভিযোগ । কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায়  ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বড়ঞায় উঠেছে আরও একটি বিস্ফোরক অভিযোগ। তৃণমূলকর্মীকে চড় পুলিশের। চাপড়ায় ভোটারদের 'বাধা' দেওয়ার হয়েছে বলে অভিযোগ। 


অভিযোগের বহর এখানেই শেষ নয়। দুর্গাপুরে বিজেপি বিধায়ককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। নলহাটিতে বিজেপি এজেন্টকে 'মারধর' এর অভিযোগ উঠেছে। রানিগঞ্জেও বিজেপি কর্মীকে 'মারধর' এর অভিযোগ উঠেছে। কৃষ্ণনগরে 'প্রহৃত' হয়েছেন সিপিএম কর্মী। চতুর্থ দফার সকালে
সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে।


আরও পড়ুন, 'দাদুর' হয়ে 'নাতির' ভোট, দাদুর নামই বলতে পারল না 'নাতি' !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।